৪৩ ইঞ্চি টিভির দাম মাত্র ২৪ হাজার টাকা, Akai ভারতে আনলো ফায়ার টিভি এডিশন

পরিচিত কোম্পানি Akai আজ ভারতে লঞ্চ করলো ফায়ার টিভি এডিশন স্মার্ট এলইডি টিভি। এটি অ্যামাজনের FireOS দ্বারা চালিত। Akai Fire TV Edition চারটি স্ক্রিন সাইজে ভারতে পাওয়া যাবে, যথা- ৩২, ৪৩, ৫০ ও ৫৫ ইঞ্চি। তবে ভারতে এখন এর ৪৩ ইঞ্চি ভ্যারিয়েন্টই শুধুমাত্র বিক্রির জন্য উপলব্ধ। অ্যামাজন থেকে এটি ২৩,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে।

অন্যদিকে Akai Fire TV Edition রেঞ্জের ৩২ ইঞ্চি স্ক্রিন ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। কিন্তু এর 4K Ultra স্ক্রিনযুক্ত ৫০ ইঞ্চি ও ৫৫- ইঞ্চি মডেলের টিভির দাম এখনো সংস্থার প্রকাশ করে নি। Akai ঘোষণা করেছে আগামী কয়েকমাসের মধ্যে এই টিভির বাকি ভ্যারিয়েন্টগুলিও উপলব্ধ হবে। এই রেঞ্জে আসা টিভিগুলিতে মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে। সেখানে Akai এর টিভিগুলির ফায়ার টিভি সফটওয়্যারে চলার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।

AKAI 43 Inch Fire TV Edition (TVAKLT43S-DFS6T) এর স্পেসিফিকেশন ও ফিচার

এই টিভিতে পাবেন সরু বেজেলযুক্ত  ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল রেজুলিউশন) এলইডি ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ হার্ট ৬০ হার্টজ এবং এতে ১৭৮ ডিগ্রী ভিউং এঙ্গেল আছে। ডিসপ্লেতে A+ গ্রেড DLED প্যানেল ব্যবহার করা হয়েছে। এই টিভি ১ জিবি র‌্যাম ও ৮ জিবি অনবোর্ড স্টোরেজযুক্ত। এই টিভিতে কোয়াড কোর প্রসেসর পাওয়া যাবে।

ইউটিউব, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, হটস্টার, জি ফাইভ, সোনি লিভের মতো ওটিটি অ্যাপ্লিকেশনগুলি এখানে প্রি-লোড করা আছে। সাউন্ডের কথায় আসলে এতে ডলবি অডিও ও ডিটিএস ট্রু সারাউন্ড সাপোর্টযুক্ত ২০ ওয়াট স্পিকার রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে তিনটি এইচডিএমআই পোর্ট, একটি ইউএসবি পোর্ট, এবং একটি আইআর পোর্ট পাওয়া যাবে।

Akai এর এই স্মার্ট টিভির রিমোটের সাথে Amazon Fire TV Stick এর রিমোটের বেশ মিল আছে। আবার এতে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, অ্যামাজন মিউজিক, এবং অ্যাপস + ওপেন করার জন্য ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। FireOS এ চলার দরুন টিভিটিতে অ্যালেক্সা ভয়েস অ্যাসিট্যান্ট সাপোর্ট আছে। এছাড়া Akair এর এই ৪৩ ইঞ্চি টিভিতে বিল্ট ইন ক্রোমকাস্ট ও ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, স্ক্রিন মিররিং সহ একাধিক দুর্দান্ত ফিচার পাওয়া যাবে।