সুখবর! WhatsApp-এ ভুয়ো কল বা মেসেজ এলেই জানিয়ে দেবে Truecaller

ট্রুকলার (Truecaller), অনলাইন স্প্যাম কল সনাক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মেসেজিং অ্যাপে তাদের নিজস্ব কলার আইডেন্টিফিকেশন (caller identification) পরিষেবা উপলব্ধ করার পরিকল্পনা করছে

ভারতে অনলাইন জালিয়াতির সংখ্যা দিনকে দিন বাড়ছে। প্রতারকরা ভয়েস কল, এসএমএস এবং এমনকি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমেও লোকে ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছে। বর্তমানে ভারত সহ বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp -কে হাতিয়ার বানিয়ে জালিয়াতি শুরু করেছে কিছু অসৎ ব্যক্তি। Meta-মালিকানাধীন এই প্ল্যাটফর্মটির ভারতে মাসিক অ্যাক্টিভ ইউজার সংখ্যা প্রায় ৫০ কোটি। ফলে স্বাভাবিকভাবেই আরও বেশি সংখ্যক মানুষের নাগাল পেতে এবং তাদের কষ্টার্জিত অর্থ হাতাতে স্ক্যামাররা WhatsApp -কে বেছে নিয়েছে। তবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে Truecaller।

জানা গিয়েছে, কলার আইডি এবং স্প্যাম ব্লকিং সফ্টওয়্যার ট্রুকলার (Truecaller), অনলাইন স্প্যাম কল সনাক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মেসেজিং অ্যাপে তাদের নিজস্ব কলার আইডেন্টিফিকেশন (caller identification) পরিষেবা উপলব্ধ করার পরিকল্পনা করছে৷ এই বিষয়ে ট্রুকলারের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যালান মামেডি (Alan Mamedi) বলেছেন – “হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেজিং অ্যাপগুলির জন্য আসন্ন কলার আইডেন্টিফিকেশন ফিচারটি বর্তমানে বিটা পর্যায়ে রয়েছে এবং মে মাসের শেষের দিকে বিশ্বব্যাপী রোলআউট করা হবে৷” এই ফিচার ইউজারদের স্প্যাম মেসেজ সনাক্ত এবং ব্লক করতে সহায়তা করবে।

ট্রুকলারের সহ-প্রতিষ্ঠাতা আরো দাবি করেছেন যে, “ভারতের মতো দেশে স্প্যাম কল বর্তমানে একটি বড় সমস্যায় পরিণত হয়েছে এবং আমাদের সার্ভে বলছে একজন ব্যক্তির কাছে প্রতি মাসে গড়ে ১৭টি অবাঞ্ছিত কল আসে।” তাই এই সমস্যার সমাধান করতে ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক ট্রাই (TRAI), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel) -এর মতো টেলিকম অপারেটরদের এমন একটি ফিচার নিয়ে আসার নির্দেশ দিয়েছে, যা তাদের নেটওয়ার্কে আসা টেলিমার্কেটিং কলগুলিকে স্বতন্ত্রভাবে ফিল্টার করতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’ (AI) প্রযুক্তি ব্যবহার করবে। আর এই কাজে টেলিকম সংস্থাগুলিকে সাহায্য করছে অ্যালানের সংস্থাটি।

বিশ্বব্যাপী WhatsApp -কে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসাবে বিবেচনা করা হয়। ফলে ইউজার-সেফটি নিশ্চিত করতে উক্ত প্ল্যাটফর্মটিও যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করছে। কিন্তু তাসত্ত্বেও দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা সম্প্রতি এই অ্যাপটির থেকে দিনে একাধিকবার স্প্যাম কল রিসিভ করছেন। “গত দুই সপ্তাহের মধ্যে ভারতীয় ইউজারদের তরফ থেকে হোয়াটসঅ্যাপে স্প্যাম কল আসার রিপোর্ট ফাইল করার সংখ্যাতে বৃদ্ধি লক্ষ্য করেছি আমরা” বলে জানিয়েছেন অ্যালান৷

এক্ষেত্রে ক্রমবর্ধমান স্প্যাম কলিংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য Truecaller এর নতুন আইডি ডিটেকশন ফিচার যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন টেক বিশ্লেষকরা। এটি ইউজারদের অবাঞ্চিত কল ব্লক ও রিপোর্ট করতে এবং সেগুলির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে সহায়তা করবে। আমরা আগেই বলেছি, বর্তমানে এই ফিচারটি বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। ফলে কেউ যদি এই বিটা টেস্টিংয়ে‌ অংশ নিতে চান, তবে কীভাবে তা সম্ভব এই প্রতিবেদন থেকে জেনে নিন।

হোয়াটসঅ্যাপের জন্য ট্রুকলারের স্প্যাম ডিটেকশন ফিচার কীভাবে ব্যবহার করবেন? (How to use Truecaller’s spam detection for WhatsApp?)

গুগল প্লে স্টোর থেকে ট্রুকলার বিটা প্রোগ্রামে যোগ দিতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।

১. প্রথমেই ‘গুগল প্লে স্টোর’ ওপেন করুন এবং ‘Truecaller’ লিখে সার্চ করুন।

২. লিস্টিং পেজের নীচের দিকে স্ক্রোল করুন। এখানে ‘Become a beta tester section’ নামক একটি সেকশন পাবেন, এতে ট্যাপ করুন। এবার ‘Join’ লেখা একটি বাটন দেখবেন, এটি চয়ন করে বিটা টেস্টার হয়ে উঠুন।

৩. এখন কিছুক্ষণ অপেক্ষা করুন এবং তারপর পুনরায় গুগল প্লে স্টোরে ‘Truecaller’ লিখে সার্চ করুন৷

৪. শেষে, অ্যাপটির বিটা আপডেট ডিভাইসে ইনস্টল করুন।

হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মেসেজিং অ্যাপের জন্য কলার আইডি ফিচার কীভাবে এনাবল করবেন? (How to Enable caller ID for WhatsApp and other messaging apps?)

১. প্রথমেই ‘Truecaller’ অ্যাপটি ওপেন করুন এবং সেটিংস বিকল্পে চলে যান।

২. এবার ‘Caller ID’ অপশনে ট্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মেসেজিং অ্যাপে অজানা নম্বর থেকে আসা কল সনাক্ত করার জন্য বাটন এনাবল করে দিন।