Amazon Echo Buds 2nd Generation ইয়ারবাড ভারতে এল, জেনে নিন দাম ও ফিচার

অ্যামাজন বাজারে নিয়ে আসলো তাদের নতুন ইয়ারবাড, যার নাম Echo Buds 2nd Generation। প্রিমিয়াম রেঞ্জের এই ইয়ারবাডে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি, ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা এবং হ্যান্ডস -ফ্রি এক্সেসের জন্য অ্যালেক্সা সাপোর্ট। শুধু তাই নয়, নয়া ইয়ারবাডটি অ্যান্ড্রয়েড এবং আইওএস যেকোনো ডিভাইসের সাথেই যুক্ত করা যাবে এবং এর ওপরে ট্যাপ করে ব্যবহারকারী গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি অ্যাসিস্ট্যান্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।

ইয়ারফোনটির লঞ্চ অনুষ্ঠানে অ্যামাজন ডিভাইস ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার পরাগ গুপ্ত তাদের নতুন ডিভাইসটির সম্পর্কে বলেন, “আমরা ইকো সিরিজে নতুন একটি ডিভাইস যুক্ত করতে পেরে খুবই আনন্দিত এবং আমাদের ক্রেতাদের কাছ থেকে এর ফিডব্যাক পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” তিনি আরো জানান, “এই ইয়ারফোনটির মাধ্যমে ব্যবহারকারী সারাদিন ধরে অ্যালেক্সার সুবিধা পেতে পাবেন। ব্যবহারকারীকে শুধুমাত্র ভয়েস কমেন্টের মাধ্যমে তার প্রয়োজনমত নির্দেশ দিতে হবে।” চলুন দেখে নেওয়া যাক Amazon Echo Buds 2nd Generation ইয়ারবাডের দাম, ও সম্পূর্ণ ফিচার।

Amazon Echo Buds 2nd Generation ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতে অ্যামাজন ইকো বাডস সেকেন্ড জেনারেশন ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ১১,৯৯৯ টাকা। তবে ই-কমার্স সাইট অ্যামাজনে সীমিত সময়ের জন্য এটি পাওয়া যাচ্ছে ১০০০ টাকা কমে অর্থাৎ ১০,৯৯৯ টাকায়।

Amazon Echo Buds 2nd Generation ইয়ারবাডের স্পেসিফিকেশন

অ্যামাজন ইকো বাডস সেকেন্ড জেনারেশন ইয়ারফোনটির স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হবে এটি উন্নততর চিপস সেট দ্বারা চালিত এবং এর প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে এক্সটেন্ডেড ডায়নামিক রেঞ্জ। এছাড়া ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাথে এসেছে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারটি অন করতে গেলে এর ইয়ারবাডে প্রেস করে শুধু ভয়েস কমান্ডে বলতে হবে ‘অ্যালেক্সা, টার্ন অন নয়েজ ক্যান্সলেশন।’ আবার পাসথ্রু মোড অন করার জন্য একইভাবে বলতে হবে ‘অ্যালেক্সা, টার্ন অন পাসথ্রু’।
এবার আসা যাক Amazon Echo Buds 2nd Generation ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থাটি দাবি করেছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন থাকলে একবার চার্জে এটি ৫ ঘন্টা পর্যন্ত একটানা মিউজিক প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম। তবে কেস সমেত এটি ১৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম অফার করবে। ব্যবহারকারী চাইলে এটি পরে থাকাকালীনই তার ব্যাটারি স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য তাকে শুধুমাত্র বলতে হবে, ‘হোয়াটস মাই ব্যাটারি স্ট্যাটাস ?’ তাহলেই স্মার্টফোনের অ্যাপে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।