ভারতে লঞ্চ হল LG W11, LG W31, এবং LG W31+, দাম শুরু ৯৪৯০ টাকা থেকে

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি LG আজ তাদের W সিরিজের তিনটি ফোন – LG W11, LG W31, এবং LG W31+ ভারতে লঞ্চ করলো। গতবছর কোম্পানি এই সিরিজের W10, W30 ও W30 Pro ফোনগুলি প্রথম এদেশে আনে। নতুন তিনটি ফোনই বাজেট রেঞ্জে এসেছে। LG W11 এর কথা বললে এতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা, ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার LG W31, এবং W31 Plus ফোন দুটি একই ফিচারের সাথে এসেছে, শুধু এদের মধ্যে স্টোরেজের পার্থক্য আছে।

LG W11, LG W31, এবং LG W31+ এর দাম ও লভ্যতা

এলজি ডব্লিউ ১১ এর দাম রাখা হয়েছে ৯,৪৯০ টাকা। এই দাম ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। আবার এলজি ডব্লিউ ৩০ এর দাম ১০,৯৯০ টাকা। এই ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সাথে এসেছে। আবার ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে এলজি ডব্লিউ ৩০ প্লাস ফোনটি। এই ফোনগুলি মিডনাইট ব্লু কালারে বাজারে এসেছে।

কোম্পানির তরফে জানানো হয়েছে, নভেম্বর থেকেই LG W11, W31, এবং W31+ ফোন তিনটির বিক্রি শুরু হবে।

LG W11, LG W31, এবং LG W31+ এর স্পেসিফিকেশন

এলজি ডব্লিউ ১১, এলজি ডব্লিউ ৩০ ও এলজি ডব্লিউ ৩০ প্লাস ফোনে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ফুলভিশন ডিসপ্লে আছে। যার পিক্সেল রেজোলিউশন ১৬০০ × ৭২০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। এই তিনটি ফোনেই আছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর। আবার গ্রাফিক্সের জন্য রয়েছে PowerVR GE8320 জিপিইউ।

আবার স্টোরেজের কথা বললে তিনটি ফোনই একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে। যার মধ্যে LG W11 এসেছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের সাথে। আবার LG W31, এবং W31+ ফোনে পাবেন যথাক্রমে ৪ জিবি র‌্যাম ও ৬৪/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এদের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পাওয়ারের কথা বললে তিনটি ফোনেই আছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এগুলিতে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন উপলব্ধ। এদিকে এলজি ডব্লিউ ৩০ ও এলজি ডব্লিউ ৩০ প্লাস ফোনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য এই ফোনগুলিতে আছে ডুয়েল সিম, ওয়াইফাই, ৩.৫ অডিও জ্যাক, ব্লুটুথ।

ক্যামেরার কথা বললে LG W11 ফোনের পিছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এদিকে LG W31, এবং W31+ ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই দুই ফোনেও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।