Nokia T21 বিশাল বড় 8200mAh ব্যাটারি সহ লঞ্চ হল, নয়া ইয়ারবাড, পোর্টেবল স্পিকারও নিল এন্ট্রি

Nokia আজ তাদের নয়া ট্যাবলেট হিসেবে Nokia T21 লঞ্চ করেছে। এতে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ উপস্থিত। আবার এই ট্যাবলেট ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের পাশাপাশি 4G/LTE ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর Nokia T21 এসেছে হাই বাজেট রেঞ্জে। এর সাথে সংস্থাটি Nokia Clarity Earbuds 2 Pro ও Portable Wireless Speaker 2 এর উপর থেকেও পর্দা সরানো হয়েছে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নোকিয়া টি২১, ইয়ারবাড ২ প্রো ও স্পিকার ২ এর দাম (Nokia T21, Clarity Earbuds 2 Pro ও Portable Wireless Speaker 2 Price)

নোকিয়া টি২১ এর দাম শুরু হয়েছে ২৩৯ ইউরো থেকে, যা প্রায় ১৯,০০০ টাকার সমান। এটি গ্রে কালারে পাওয়া যাবে। আবার নোকিয়া ক্ল্যারিটি ইয় ইয়ারবাডস ২ প্রো ও নোকিয়া পোর্টেবল ওয়্যারলেস স্পিকার ২ এর দাম যথাক্রমে ১০০ ইউরো (প্রায় ৮,০০০ টাকা) ও ৫৫ ইউরো (প্রায় ৪,৩০০ টাকা)। ভারতে এই প্রোডাক্টগুলি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

নোকিয়া টি২১ এর স্পেসিফিকেশন ও ফিচার (Nokia T21 Specifications, Features)

নোকিয়া টি২১ ট্যাবলেটে অ্যালুমিনিয়াম বডি দেখা যাবে। সামনে দেখা যাবে ১০.৩৬ ইঞ্চি আইপিএস এলসিডি, যার রেজোলিউশন ২০০০ x ১২০০ পিক্সেল, ব্রাইটনেস ৪০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে শক্ত গ্লাস। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে মালি জি৫৭ জিপিইউ সহ ইউনিসক টি৬১২ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র‌্যাম (LPDDR4) ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড ১২ চালিত Nokia T21 দুবছর বড় অ্যান্ড্রয়েড আপডেট ও তিনবছর সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে অটোফোকাস ও এলইডি সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। সামনেও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Nokia T21 ট্যাবে ৮,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আইপি৫২ রেটিং, স্টেরিও স্পিকার ও ইউএসবি টাইপ সি পোর্ট। ট্যাবটির ওজন ৪৬৫.৫ গ্রাম।

Nokia Clarity Earbuds 2 Pro এর স্পেসিফিকেশন, ফিচার

নোকিয়া ক্ল্যারিটি ইয়ারবাডস ২ প্রো হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) ফিচার সহ এসেছে। সাথে আছে ইএনসি এবং এআই স্পিচ এনহ্যান্সমেন্ট এর মতো ফিচার। ডিভাইসের সাথে দ্রুত যুক্ত হওয়ার জন্য এতে কুইক কানেক্টিভিটি ফিচার। আবার ডিপ বেসের জন্য এই ইয়ারফোনে ১৩মিমি নিওডাইমিয়াম ড্রাইভার উপস্থিত।

Nokia Clarity Earbuds 2 Pro -এ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ANC ফিচার অন থাকলে ইয়ারবাডটি ৯ ঘন্টা এবং অফ থাকলে ২৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। মজার বিষয় হল এতে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।

Nokia Portable Wireless Speaker 2 এর ফিচার

দুর্দান্ত সাউন্ডের জন্য নোকিয়া পোর্টেবল ওয়্যারলেস স্পিকার ২ -এ ৪৫মিমি ড্রাইভার রয়েছে। এটি ৫ ওয়াট সাউন্ড আউটপুট দেবে। আবার এটি স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স অফার করবে। ফুল চার্জে এই স্পিকার ২২ ঘন্টা চলবে। কানেক্টিভিটির জন্য এতে আছে ব্লুটুথ ৫.১।