Microsoft Surface Pro 8 এবং Surface Pro 7+ ভারতে লঞ্চ হল, রয়েছে উইন্ডোজ ১১ ওএস ও ১১তম প্রজন্মের Intel প্রসেসর

বেশ কয়েক মাস অপেক্ষার পর অবশেষে ভারতে উপলব্ধ হতে চলেছে Microsoft Surface Pro 8 এবং Surface Pro 7+ ল্যাপটপ দুটি। উভয় ল্যাপটপই আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেশীয় বাজারে কিনতে পাওয়া যাবে। যদিও সারফেস প্রো সেভেন প্লাস ৭+ ল্যাপটপটি গতবছর ফেব্রুয়ারি মাস থেকে কেবলমাত্র বাণিজ্যিক এবং শিক্ষা গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। তবে এবার সকলের জন্য নিয়ে আসা হল Microsoft-এর এই দুটি নয়া ল্যাপটপ। উল্লেখ্য, Surface Pro 8 ল্যাপটপটি গত বছর সেপ্টেম্বরে সংস্থার একটি বিশেষ ইভেন্টে মাইক্রোসফ্ট সারফেস প্রো ৭ এর উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করে। সংস্থার দাবি, এটি পূর্বসূরী থেকে দ্বিগুণ পারফরম্যান্স দিতে সক্ষম। কারণ এতে ব্যবহৃত হয়েছে ১১ তম প্রজন্মের শক্তিশালী ইন্টেল কোর প্রসেসর এবং এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। পাশাপাশি নয়া ল্যাপটপটি ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। চলুন Microsoft Surface Pro 8 এবং Surface Pro 7+ ল্যাপটপের দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Microsoft Surface Pro 8 এবং Surface Pro 7+ ল্যাপটপের দাম ও লভ্যতা

ভারতে মাইক্রোসফ্ট সারফেস প্রো ৮ ট্যাবলেটের ওয়াইফাই মডেলের দাম রাখা হয়েছে ১,০৪,৪৯৯ টাকা এবং এলটিই মডেলের দাম ১,২৭,৫৯৯ টাকা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন, রিলায়েন্স ডিজিটাল থেকে এটি কিনতে পাওয়া যাবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিজস্ব পার্টনার ওয়েবসাইট থেকে প্রি অর্ডার করলে ল্যাপটপটির সাথে বিনামূল্যে সারফেস প্রো সিগনেচার কিবোর্ড দেওয়া হবে। এখানে জানিয়ে রাখি, এই বিশেষ কিবোর্ডের মাধ্যমে ব্যবহারকারী ল্যাপটপটিকে পিসি হিসেবেও ব্যবহার করতে পারবেন।

Surface Pro 7+

অন্যদিকে ভারতে মাইক্রোসফ্ট সারফেস প্রো ৭+ ল্যাপটপটির ওয়াইফাই মডেলের দাম ধার্য করা হয়েছে ৮৩,৯৯৯ টাকা এবং এলটিই মডেলের দাম ১,০৯,৪৯৯ টাকা। এই ল্যাপটপটিও সেল শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। তবে আজ থেকে ল্যাপটপ দুটি নির্দিষ্ট রিটেল এবং অনলাইন স্টোরে প্রি-সেলে উপলব্ধ।

Microsoft Surface Pro 8 স্পেসিফিকেশন

মাইক্রোসফ্ট সারফেস প্রো ৮ ল্যাপটপটি ১৩ ইঞ্চি টাচ ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৮৮০x ১৯২০ পিক্সেল এবং ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ । ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যা ৪কে রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি এটি সারফেস প্রো সিগনেচার কিবোর্ড এবং সারফেস স্লিম পেন ২ সাপোর্ট করবে।

এবার আসা যাক নয়া ল্যাপটপটির প্রসেসর প্রসঙ্গে। এটি ইন্টেল ইভো প্ল্যাটফর্মের ওপর তৈরি ১১তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত। সংস্থার দাবি, পূর্বসূরী সারফেস প্রো ৭-এর থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট। এর ওয়াইফাই মডেলে দেওয়া হয়েছে ৩২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ। অন্যদিকে এলটিই মডেলে রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ।

সংস্থার তরফে জানানো হয়েছে ল্যাপটপটি একবার চার্জে ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এর ওয়াইফাই মডেলের কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট । যদিও এর এলটিই ভার্সনে অতিরিক্ত হিসেবে মিলবে একটি সিম কার্ড স্লট।

Surface Pro 7+ ল্যাপটপের সেপসিফিকেশন

এবার আমরা আলোচনা করব মাইক্রোসফ্ট সারফেস প্রো ৭+ ল্যাপটপের স্পেসিফিকেশন নিয়ে। এই ল্যাপটপটিও ১১তম জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত। এর ওয়াইফাই ভ্যারিয়েন্টে ৩২ জিবি র‍্যাম এবং এলটিই ভ্যারিয়েন্টে ১৬ জিবি র‍্যাম পাওয়া যাবে। এই ল্যাপটপটি তিনটি প্রসেসর ভ্যারিয়েন্টে এসেছে। এর মধ্যে ইন্টেল কোর আই৩ মডেলে দেওয়া হয়েছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স। অন্যদিকে ইন্টেল কোর আই৫ এবং কোর আই৭ মডেলে রয়েছে ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক্স।

মাইক্রোসফ্ট সারফেস প্রো ৭+ ল্যাপটপটি ১২.৩ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২,৭৩৬x১৮২৪ পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি ২৬৭ পিপিআই। এর সাথে ওয়াইফাই মডেলে রয়েছে ১ টিবি স্টোরেজ। অন্যদিকে এর এলটিই ভ্যারিয়েন্ট উপস্থিত ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ।

মাইক্রোসফ্ট সারফেস প্রো ৭+ ল্যাপটপটিতে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর কানেক্টিভিটি অপশনের শামিল রয়েছে ওয়াইফাই ব্লুটুথ ৫.০, একটি ইউএসবি টাইপ সি এবং একটি ইউএসবি টাইপ এ পোর্ট। এর সাথে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড রিডার এবং এর এলটিই ভার্সনে একটি সিম কার্ড স্লট অতিরিক্ত উপলব্ধ।