Hero Mavrick: জানুয়ারিতে দুর্দান্ত বাইক লঞ্চ করছে হিরো, মাইলেজ-ফিচার্স কেমন? রইল খুঁটিনাটি

কমিউটার সেগমেন্টে যারপরনাই সুনাম কামানোর পর এবার প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে লক্ষ্য নিবদ্ধ করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ২০২৪ শুরু হতেই সেই কর্মযজ্ঞে নতুন উদ্দীপনায় কোমর বেঁধেছে তারা। Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে এবার নিজস্ব ব্র্যান্ড নাম ব্যবহার করে তাদের প্রথম ৪৪০ সিসির মোটরবাইক আনছে হিরো। যার নাম Mavrick 440 বলে দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রিপোর্টে। যদিও সংস্থার তরফে অফিশিয়াল নাম এখনও কনফার্ম করা হয়নি। এর আগে এই নামের জন্য পেটেন্ট দায়ের করেছিল কোম্পানি। সে কারণে অনুমান করা হচ্ছে, ওই নাম তাদের আসন্ন মডেলটিতে ব্যবহার করা হতে পারে।

Hero MotoCorp-এর নতুন বাইক Mavrick 440

Harley-Davidson X440-এর তুলনায় Hero Mavrick 440-এর ডিজাইন ছিমছাম হবে। ভিন্ন ধরনের ফিচার সমেত হাজির হবে বাইকটি। কিন্তু এতে ক্লাসিক এলিমেন্টেরও দেখা মিলবে, যেমন – গোলাকৃতি হেড ল্যাম্প এবং রিয়ার ভিউ মিরর। এছাড়া থাকবে ৩.৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে সহ রাউন্ড ইন্সট্রুমেন্ট পড, যা X440-তেও বর্তমান।

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে Hero Mavrick-এ ফোন ও মিডিয়া অ্যাক্সেস করার জন্য ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাপ ভিত্তিক কানেক্টিভিটি ফিচার্সের দেখা মিলবে। আরামদায়ক এবং আপরাইট রাইডিং পজিশন সহ মডেলটির মাটি থেকে সিটের উচ্চতা ৮০০ মিমি হতে পারে।

ছুটে বেড়ানোর শক্তি জোগাতে Hero Mavrick-এ ব্যবহার হবে ৪৪০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে। একে যোগ্য সঙ্গত দেবে ছয় গতির গিয়ারবক্স। X440 এক লিটার পেট্রোলে যেখানে ৩৫ কিলোমিটার মাইলেজ দেয়, সেখানে হিরোর আসন্ন বাইকটির রেঞ্জ সামান্য কম হতে পারে।