পারফরম্যান্সে iPhone 15-কেও টেক্কা! দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লঞ্চ হবে Vivo X100 সিরিজ

সম্প্রতি বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, দুর্ধর্ষ ক্যামেরার জন্য পরিচিত ভিভো এক্স লাইনআপের পরবর্তী মডেল হিসাবে Vivo X100 সিরিজ নভেম্বরের মাঝামাঝি সময়ে চীনে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই সূত্রের তরফে লঞ্চের সম্ভাব্য তারিখ প্রকাশ হয়েছে৷ আর এখন, Vivo X100 এবং Vivo X100 Pro – উভয় মডেলের ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং সম্পর্কিত বিশদ বিবরণ অনলাইনে ফাঁস হয়েছে। চলুন ফ্ল্যাগশিপ ভিভো ফোনগুলির বিষয়ে কি কি নতুন তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Vivo X100 সিরিজের লঞ্চ টাইমলাইন (সম্ভাব্য)

সম্প্রতি জনপ্রিয় টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছিলেন যে, মিডিয়াটেক নভেম্বরে ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর লঞ্চ করবে। আর এখন তিনিই দাবি করেছেন যে, ডাইমেনসিটি ৯৩০০ সহ ভিভো এক্স১০০ সিরিজের পারফরম্যান্স অ্যাপল আইফোন ১৫ প্রো-এর মতোই হবে। জানিয়ে রাখি, আইফোন ১৫ প্রো সিরিজ অ্যাপলের নতুন এ১৭ প্রো চিপের সাথে গত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে।

Vivo X100 এবং Vivo X100 Pro-এর ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং (সম্ভাব্য)

ওই টিপস্টারের মতে, ভিভো এক্স১০০-এ সনি আইএমএক্স৯২০ প্রাইমারি ক্যামেরা থাকবে। ডিভাইসটি ৫,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। তবে ভিভো এক্স৯০-এর মতো, এক্স১০০-এও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে না বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, উচ্চতর Vivo X100 Pro-তে প্রাইমারি ক্যামেরা হিসেবে সনি আইএমএক্স৯৮৯ সেন্সর ব্যবহৃত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, বড় ৫,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

এছাড়াও, শোনা যাচ্ছে যে, Vivo X100 এবং 100 Pro-তে Sony IMX663 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরা অবস্থান করবে। গত বছর ডিসেম্বরে Vivo X90 এবং X90 Pro-এর সাথে টপ-এন্ড Vivo X90 Pro Plus মডেলটিও লঞ্চ হয়েছিল। তবে এবার Vivo X100 Pro+ ফোনটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা।