যত খুশি গেম খেলুন, Asus ROG Phone 7 Pro-র সৌজন্যে সব সম্ভব, ডিজাইনও চমকে দেবে

আসুস (Asus) তাদের ROG Phone 7 সিরিজের গেমিং ফোন এপ্রিলের শেষে লঞ্চ করতে পারে শোনা যাচ্ছে৷ এই লাইনআপে অনেকগুলি মডেল থাকতে পারে। যেমন স্ট্যান্ডার্ড ROG Phone 7, উচ্চতর ROG Phone 7 Pro এবং ROG Phone 7 Ultimate মডেল থাকতে পারে৷ এছাড়াও থাকবে ROG Phone 7D নামে আরেকটি মডেল কেবল কয়েকটি দেশে উপলব্ধ হবে। আসুস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ROG Phone 7 সিরিজের উপর থেকে আগামী ১৩ এপ্রিল পর্দা সরানো হবে। আর অফিসিয়াল লঞ্চের আগে এখন, একটি সূত্র মারফৎ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যা ASUS ROG Phone 7 Pro-এর অ্যাক্সেসরিগুলিকে দেখানোর পাশাপাশি এর ডিজাইনটিও প্রকাশ করেছে।

ফাঁস হল Asus ROG Phone 7 Pro ডিজাইন রেন্ডার

টিপস্টার ইভিলিক্স নতুন আসুস আরওজি ফোন ৭ প্রো-এর ডিজাইনটি অনলাইনে ফাঁস করেছেন। টিপস্টারের শেয়ার করা রেন্ডার অনুযায়ী, এটি দেখতে তার পূর্বসূরি আরওজি ফোন ৬ প্রো-এর মতোই হবে৷ স্টেরিও স্পিকার সেটআপের জন্য ফোনটির ওপরের অংশ এবং নীচের বেজেলটি সামান্য পুরু হবে। তবে, হ্যান্ডসেটটির দুইধারের বেজেলগুলি অপেক্ষাকৃত সরু হবে। আর ডিসপ্লের ওপরের বাম দিকে একটি ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

Asus Rog Phone 7 Pro

এদিকে, আসুস আরওজি ফোন ৭ প্রো-এর ব্যাক প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে। এলইডি ফ্ল্যাশটি ক্যামেরা সেন্সরগুলির পাশে অবস্থান করবে। ফাঁস হওয়া রেন্ডারে ক্যামেরা মডিউলের নীচের অংশে একটি টেক্সট দেখা গেছে, যা নিশ্চিত করে যে আরওজি ফোন ৭ সিরিজ 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এছাড়াও জানা গেছে, এর প্রাইমারি ক্যামেরা সেন্সরটির আকার হবে ১/১.৫৬ ইঞ্চি, যা ইঙ্গিত করে যে আসুসের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রধান ক্যামেরা সেন্সর থাকার খবরটি সত্য হতে পারে।

এছাড়াও রেন্ডারগুলি প্রকাশ করেছেন যে, Asus ROG Phone 7 Pro-এর রিয়ার প্যানেলের ডানদিকে একটি সেকেন্ডারি ডিসপ্লে উপস্থিত থাকবে। এই ছোট আকারের ডিসপ্লেটি আরওজি ফোন অ্যাপ দ্বারা কাস্টমাইজ করা যেতে পারে। ফোনের ডিজাইন ছাড়াও, টিপস্টার অ্যারো অ্যাক্টিভ কুলারের ছবি শেয়ার করেছে, যা বর্তমান প্রজন্মের মডেলগুলির জন্যও উপলব্ধ রয়েছে। মোবাইল গেমিংয়ের সময় উৎপন্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে এই অ্যাক্সেসরিটি বিশেষ উপযোগী।

জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড ROG Phone 7-কে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে, যা প্রকাশ করেছে যে ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যার পিক ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ। এতে ১৬ জিবি র‍্যাম পাওয়া যাবে। তবে, আশা করা যায় এই আসুস ফোনটি একাধিক র‍্যাম অপশনে লঞ্চ হবে। সফ্টওয়্যারের পরিপ্রেক্ষিতে, ROG Phone 7 সিরিজটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের রান করবে, যার ওপরে আরওজি ইউআই (ROG UI) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে।

উল্লেখ্য, Asus ROG Phone 7 Pro-তে স্ট্যান্ডার্ড মডেলের মতোই ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এটি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে সাথে বাজারে আসতে পারে। ডিসপ্লেটি ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট করবে। ROG Phone 7 Pro-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। সেলফি তোলা এবং ভিডিও কলিং ও স্ট্রিমিংয়ের জন্য, এতে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হতে পারে।