ফিচার লা-জবাব, HONOR CHOICE স্মার্টওয়াচ ও CHOICE X5 ইয়ারবাড ভারতে লঞ্চ হল

HONOR CHOICE স্মার্টওয়াচ এবং CHOICE X5 ইয়ারবাড ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে। ভারতীয় বাজারে HONOR CHOICE স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৬,৪৯৯ টাকা

HONOR আজ ভারতে লঞ্চ করল নতুন HONOR CHOICE স্মার্টওয়াচ এবং CHOICE X5 ইয়ারবাড। এর মধ্যে HONOR CHOICE স্মার্টওয়াচটি HONOR Choice Haylou – এর রিব্র্যান্ডেড ভার্সন, যেটি সম্প্রতি চীনা বাজারে পা রেখেছিল। নয়া এই ওয়াচে রয়েছে আল্ট্রা থিন আমোলেড ডিসপ্লে, ওয়ান ক্লিক এসওএস কলিং এবং ১২০টিরও বেশি স্পোর্টস মোড। অন্যদিকে HONOR CHOICE X5 ইয়ারবাডে ৩৫ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে ৩০ ডেসিবেল ক্ষমতা সম্পন্ন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার অফার করে। চলুন দেখে নেওয়া যাক নতুন HONOR CHOICE স্মার্টওয়াচ এবং CHOICE X5 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

HONOR CHOICE এবং CHOICE X5 -এর দাম ও লভ্যতা

HONOR CHOICE স্মার্টওয়াচ এবং CHOICE X5 ইয়ারবাড ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে। ভারতীয় বাজারে HONOR CHOICE স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৬,৪৯৯ টাকা। তবে এটি ২৪ ফেব্রুয়ারি থেকে ৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এটি ক্রেতারা পাবেন ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে।

আর HONOR CHOICE X5 ইয়ারবাডের দাম থাকছে ১,৯৯৯ টাকা। এটি আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে কিনতে পাওয়া যাবে।

HONOR CHOICE এবং CHOICE X5 -এর স্পেসিফিকেশন ও ফিচার

HONOR CHOICE স্মার্টওয়াচটি ১.৯৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৪১০x৫০২ পিক্সেল এবং এটি ৩৩২ পিপিআই কালার গ্যামোট সাপোর্ট করবে। পাশাপাশি ডিসপ্লেটি ৫৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করতে সক্ষম। আর এতে দেওয়া হয়েছে রেটিনা লেভেল অ্যামোলেড ডিসপ্লে, যা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। এছাড়া এতে থাকছে ইনবিল্ট জিএনএসএস স্যাটেলাইট পসিশনিং চিপ।

আবার হেলথ ফিচার হিসাবে ওয়্যারেবলটিতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর। আর এতে ১০০টি ওয়ার্ক আউট মোড উপলব্ধ। উপরন্তু ঘড়িটিতে থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, ওয়ান ক্লিক এসওএস কলিং এবং ব্লুটুথ কলিং ফিচার।

এবার আসা যাক HONOR CHOICE স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। তদুপরি ঘড়িটির অন্যান্য ফিচারগুলি হল সিডেন্টারি অ্যালার্ট, হাইড্রেশন অ্যালার্ট, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্ট্রেস মনিটর ইত্যাদি। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৫এটিএম রেটিং।

অন্যদিকে X সিরিজের নতুন HONOR CHOICE X5 ইয়ারবাডটি ইন ইয়ার স্টেম লাইক ডিজাইনে ও সিলিকন ইয়ারটিপস সহ এসেছে। এতে রয়েছে ১৩.৪ এমএম ড্রাইভার এবং মুভিং কয়েল লাউড স্পিকার। এদিকে ইয়ারফোনটিতে ৩০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার উপলব্ধ। এখানেই শেষ নয়, ঘড়িটিতে থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং ডুয়াল কানেক্টিভিটি অপশন। সেই সঙ্গে এতে রয়েছে ফাইন্ড ইওর ইয়ারবাড, ইকুলাইজার সাউন্ড এফেক্ট এবং টাচ সেন্সর।

এবার আলোচনা করা যাক HONOR CHOICE X5 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে থাকছে ৪১০ এমএএইচ ব্যাটারি। সংস্থার মতে, একবার চার্জে এর প্রত্যেকটি ইয়ারবাড ৫ ঘন্টা এবং চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৩৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IP54 রেটিং।