মাত্র ৫৯৯ টাকায় লঞ্চ হল Redmi Writing Pad, কি সুবিধা পাওয়া যাবে দেখে নিন

শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড রেডমি আজ (১০ অক্টোবর) ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের লেটেস্ট Redmi Writing Pad ডিজিট্যাল নোটপ্যাডটি। এই নয়া ডিভাইসটি নোট নেওয়া, ডুডল তৈরি এবং কাগজ ও কলম ব্যবহার না করেই সহজভাবে লেখার জন্য একটি সুবিধাজনক পোর্টেবল ডিজিট্যাল নোটপ্যাড। সাশ্রয়ী মূল্যের সাথে আসা রেডমি প্যাডটি এলসিডি ডিসপ্লে এবং স্টাইলাস সাপোর্ট অফার করে। এছাড়াও, Redmi Writing Pad শক্তিশালী পরিবর্তনযোগ্য ব্যাটারি দ্বারা চালিত, এর একটি ব্যাটারি ২০,০০০ পৃষ্ঠা পর্যন্ত চলে। চলুন সদ্য লঞ্চ হওয়া নোটপ্যাডটির দাম এবং এর সকল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে রেডমি রাইটিং প্যাড-এর মূল্য – Redmi Writing Pad Price in India

ভারতীয় বাজারে রেডমি রাইটিং প্যাডের দাম রাখা হয়েছে মাত্র ৫৯৯ টাকা এবং এটি আজ থেকেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com) থেকে কেনার জন্য উপলব্ধ।

রেডমি রাইটিং প্যাড-এর স্পেসিফিকেশন – Redmi Writing Pad Specifications

রেডমি রাইটিং প্যাড ৮.৫ ইঞ্চি পরিমাপের একটি এলসিডি ডিসপ্লে সহ এসেছে। শাওমি জানিয়েছে যে, এই প্যাডের স্ক্রিনটি আলো নির্গত করে না এবং অনেকক্ষণ ধরে ব্যবহার করা হলেও, এটি চোখের ক্লান্তি প্রতিরোধ করে। ডিভাইসটির নীচের বেজেলে একটি বাটন রয়েছে যা স্ক্রিনের কন্টেন্ট পরিষ্কার করতে এবং বিলম্ব না করে নতুন কিছু তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। তবে, এতে স্ক্রিনের কন্টেন্ট মুছে ফেলা থেকে বিরত করার জন্য একটি লক সুইচও রয়েছে।

আবার, Redmi Writing Pad-এর সাথে একটি স্টাইলাসও মিলবে, যা একটি সহজ গ্রিপ অফার করে। এটি চাপ-সংবেদনশীল যা ব্যবহারকারীদের প্রতিটি স্ট্রোকের সাথে বিভিন্ন শেড তৈরি করতে দেয়। সহজে অ্যাক্সেসের জন্য স্টাইলাসটিকে চৌম্বকীয়ভাবে ডিভাইসের পাশে সংযুক্ত করা যায়।

এছাড়া, Redmi Writing Pad একটি আল্ট্রা-লং পরিবর্তনযোগ্য ব্যাটারি দ্বারা চালিত। যখন স্ক্রিনের কন্টেন্ট সাফ করা হয়, তখনই শুধুমাত্র পাওয়ার-এফিশিয়েন্ট এলসিডি প্যানেলটি অল্প পরিমাণ শক্তি খরচ করে। সংস্থা দাবি করেছে যে, ব্যবহারকারীরা একটি ব্যাটারি দিয়ে ২০,০০০ পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারবেন। এই নতুন পোর্টেবল ডিজিট্যাল নোটপ্যাডটি কমপ্যাক্ট এবং এর ওজন মাত্র ৯০ গ্রাম।