Phones Under 12000: বাজেটের মধ্যে আসা এই ফোনগুলিতে রয়েছে 6000mAh ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট

Smartphones Under 12K: ভারতের স্মার্টফোন বাজার এখন খুবই সমৃদ্ধ – প্রায় প্রতিদিনই এদেশে কোনো না কোনো ব্র্যান্ড নতুন হ্যান্ডসেট লঞ্চ করছে, আর ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের ফোন অনলাইন/অফলাইন মার্কেটে উপলব্ধ থাকছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বাজেট রেঞ্জে (পড়ুন ১২,০০০ টাকার কমে) একটি ভালো ফোন কিনতে চান, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদন আপনার বিশেষভাবে কাজে আসবে! কারণ আজ আমরা Amazon India-য় অত্যন্ত কম দামে উপলব্ধ পাঁচটি লেটেস্ট স্মার্টফোন সম্পর্কে তথ্য দেব, যেগুলিতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি হেভি স্টোরেজ, শক্তিশালী ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের মত ফিচার পাওয়া যাবে। তো আসুন, এখন ঝটপট দেখে নিই তালিকা।

১২,০০০ টাকার কমে এই ফোনগুলি কিনলে মিলবে ভালো ফিচার

১. Lava Blaze NXT (Glass Red, 4GB RAM, 64GB Storage): এই স্মার্টফোনটি দেখতে বেশ আকর্ষণীয়, এতে প্রিমিয়াম গ্লাস ডিজাইন রয়েছে। এর সাথে ফিচার হিসেবে রয়েছে মিডিয়াটেক জি৩৭ অক্টা-কোর প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।

বর্তমানে এই ফোনের সেলিং প্রাইস ৯,২৯৯ টাকা, তবে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে এটিকে আরও কম দামে পকেটস্থ করা যাবে।

২. Samsung Galaxy M04 (Light Green, 4GB RAM, 128GB Storage): তালিকার এই ফোনটি অন্যতম সেরা বিকল্প। এতে ৬.৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ ওএস, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

স্যামসাংয়ের এই ফোনটির দাম পড়বে ১০,২৪৯ টাকা, এটিতেও ব্যাঙ্ক অফার, কুপন ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার উপলব্ধ।

৩. OPPO A15s (Fancy White, 4GB, 128GB Storage): ওপ্পোর এই স্মার্টফোনটিতে ৩ডি (3D) কার্ভড ডিজাইন সম্বলিত ৬.৫২ ইঞ্চি এইচডি+ স্ক্রিন, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৪,২৩০ এমএএইচ ব্যাটারি, এআই (AI) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ইত্যাদি ফিচার অফার করবে।

এই ফোনটি কিনতে খরচ হবে ১১,৪৯০ টাকা, এতে ১০,৯০০ টাকার এক্সচেঞ্জ অফারের সাথে ব্যাঙ্ক অফার, ইএমআই স্কিম ইত্যাদিও বিদ্যমান।

৪. Vivo T1x Gravity Black (4+64GB): ভিভো টি১এক্স ফোনে ৯০ হার্টজ ফুল-এইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

কোনো অফার ছাড়া এর দাম পড়বে এখন ১১,৯৯৯ টাকা।

৫. Tecno POVA 4 (Cryolite Blue, 8GB RAM, 128GB Storage): এই ফোনটিতে রয়েছে সেরা ফিচার – ইউজাররা এতে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। সাথে মিলবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

এর মূল্যও ১১,৯৯৯ টাকা, তবে এতে বিভিন্ন অফার পাওয়া যাবে।