Vi গ্রাহকদের জন্য সুখবর, বিনামূল্যে পাবেন ৪৯৮ টাকার Hungama Premium ব্যবহারের সুবিধা

গ্রাহকদের আকর্ষিত করতে বর্তমানে বহু টেলিকম অপারেটরই বিনোদন কোম্পানিগুলির সাথে পার্টনারশিপ করছে। এই কারণে Jio, Airtel প্রভৃতির সংস্থার নানাবিধ প্ল্যানের সাথে Disney+Hotstar, Amazon Prime Video ইত্যাদির ফ্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এবার ডেডিকেটেড Vi অ্যাপের মাধ্যমে বিনামূল্যে মিউজিক স্ট্রিমিংয়ের সুবিধা সরবরাহের জন্য Hungama Music (হাঙ্গামা মিউজিক)-এর সাথে অংশীদারিত্ব করল Vi বা Vodafone Idea (ভোডাফোন আইডিয়া)। সংস্থার ঘোষণা অনুযায়ী, এই অংশীদারিত্বের অধীনে, Vi প্রিপেইড এবং পোস্টপেইড ইউজাররা বিনামূল্যে ছয় মাসের জন্য Hungama Premium সাবস্ক্রিপশন পাবেন, যার জন্য সাধারণত ৪৯৮ টাকা আগে লাগতো।

টেলকোর সিএমও অবনীশ খোসলার মতে, এই সাবস্ক্রিপশন, স্ট্রিমিং প্ল্যাটফর্মটির লাইব্রেরি থেকে ২০টি ভাষায় বিজ্ঞাপনমুক্ত ও আনলিমিটেড মিউজিক কন্টেন্ট (প্লে-লিস্ট, পডকাস্ট এবং মিউজিক ভিডিও ইত্যাদি) ডাউনলোড করতে দেবে। সাথে থাকবে পছন্দের ট্র্যাক কলটিউন হিসেবে সেট করার বিকল্পও। এছাড়া গ্রাহকরা নামমাত্র মূল্যের বিনিময়ে ভিআই অ্যাপে ৫২টি লাইভ ডিজিটাল কনসার্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

নতুন পার্টনারশিপ সম্পর্কে হাঙ্গামা ডিজিটাল মিডিয়ার প্রতিষ্ঠাতা নীরজ রায় একটি বিবৃতিতে বলেছেন যে, তারা ভিআই-এর ২৫০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের মিউজিক্যাল যাত্রার অংশ হতে পেরে উত্তেজিত। সেক্ষেত্রে দুই সংস্থার এই বন্ধন – উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস প্রদানকারী এয়ারটেল এবং জিওসাভন মিউজিক লাইব্রেরি অফারকারী জিওর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রসঙ্গত, গত আগস্টে ভিআই এমডি এবং সিইও রবিন্দর তক্কর গ্রাহকদের জন্য একটি মিউজিক স্ট্রিমিং পরিষেবা চালু করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন। মূলত Vi Movies & TV অ্যাপ চালু হওয়ার পর সংস্থার তরফে এই জাতীয় ঘোষণা করা হয়। তবে নতুন হাঙ্গামা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের বিষয়টি তক্করের বলা মিউজিক স্ট্রিমিং সার্ভিসের সাথে কোনোভাবে যুক্ত কিনা, তা এখনো স্পষ্ট নয়।