ICC-এর‌‌ সব নিয়ম খারিজ করলো BCCI, IPL-এ দেখা যাবে বোর্ডের তৈরি নতুন এই তিনটি নিয়ম

আগামীকাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে।

আগামীকাল থেকে এই বছরের আইপিএলের (IPL 2024) মহারণ শুরু হওয়ার আগে এখন দলগুলি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। উদ্বোধনী ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে। এর সঙ্গেই এই বছর আইপিএলের ম্যাচগুলিকে আরও স্বচ্ছভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিসিসিআই (BCCI) একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। ফলে এবার কয়েকটি নতুন নিয়ম ২০২৪ আইপিএলকে আরও আকর্ষণীয় করে তুলতে চলেছে।

১) এক ওভারে ২টি বাউন্সার

আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এক ওভারে ২ টি বাউন্সার করা গেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ১ টি বাউন্সারের নিয়ম রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিসিসিআই এক ওভারে ২ টি বাউন্সারের নিয়ম চালু করে। এবার এই নিয়ম আইপিএলে আসতে চলেছে। এই বছর থেকে আইপিএলে বোলাররা এক ওভারে ২ টি বাউন্সার করার সুবিধা পাবেন।

২) ২টি রেফারাল

এই বছর আইপিএলে স্টাম্পিংয়ের জন্য আবেদন করা হলে ক্যাচ নেওয়ার বিষয়টিও দেখা হবে। ফিল্ডিং দলের কথা মাথায় রেখে বিসিসিআই এই নিয়মটি বজায় রাখতে চলেছে যাতে, আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নিয়ম অনুযায়ী স্টাম্পিংয়ের জন্য আবেদন করা হলে তৃতীয় আম্পায়ার শুধুমাত্র এই বিষয়টির রিভিউ করবে। ক্যাচ আউটের জন্য আবেদন করলে ফিল্ডিং দলকে আলাদা করে আবার ডিআরএস নিতে হয়।

৩) স্টপ ক্লকের নিয়ম না থাকা

আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটে সম্প্রতি আইসিসি স্টপ ক্লকের নিয়ম কঠোরভাবে কার্যকর করতে চলেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা এই নিয়মের ব্যবহার দেখতে পাব। স্টপ ক্লকের নিয়ম অনুযায়ী পূর্ববর্তী ওভার শেষ হলে পরবর্তী ওভারে বল করার জন্য ফিল্ডিং দলকে ৬০ সেকেন্ডের মধ্যে প্রস্তুত হতে হবে। না হলে ফিল্ডিং করা দল শাস্তির মুখে পড়বে। তবে এই বছর আইপিএলে এই ধরনের কোনো নিয়ম থাকছে না।