Samsung Galaxy Tab S9, S9+, ও S9 Ulta ভারতে লঞ্চ হল, ফিচার আর অফার শুনলে চোখ কপালে উঠবে

স্যামসাং (Samsung) পরশুদিন দক্ষিণ কোরিয়ার সিওলে তাদের এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2023) ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা Z-সিরিজের ফোল্ডেবল স্মার্টফোন, Tab S9 সিরিজের ট্যাবলেট এবং Galaxy Watch 6 লাইনআপের স্মার্টওয়াচ লঞ্চ করেছে। কোম্পানি এবার ভারতেও Samsung Galaxy Tab S9 সিরিজের দাষ ঘোষণা করেছে। নতুন লঞ্চ হওয়া এই ট্যাবলেটগুলি ভারতে এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। Galaxy Tab S9 সিরিজে তিনটি মডেল রয়েছে- Galaxy Tab S9, Galaxy Tab S9+ এবং Galaxy Tab S9 Ultra। এই মডেলগুলি দুটি কালার ভ্যারিয়েন্টে এসেছে (গ্রাফাইট এবং বেইজ) এবং বিভিন্ন স্টোরেজ এবং কানেক্টিভিটি অপশনও অফার করে। আসুন তাহলে এই নবাগত ট্যাবলেটগুলির ভারতীয় মূল্য ও লঞ্চ অফার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab S9 সিরিজের দাম এবং অফার

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ এবং ওয়াই-ফাই ও ৫জি অপশনে উপলব্ধ। গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা-এর ৫১২ জিবি স্টোরেজর ওয়াই-ফাই মডেলটি ১,১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এবং ৫জি কানেক্টিভিটি সহ অপর ভ্যারিয়েন্টটির দাম ১,১৩,৯৯৯ টাকা। আবার, ওয়াই-ফাই সংযোগ সহ স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা-এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১,০৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে ৫জি কানেক্টিভিটি যুক্ত মডেলটির দাম ১,২২,৯৯৯ টাকা।

লাইনআপের পরবর্তী মডেলটি হল স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস। এটি শুধুমাত্র ২৫৬ জিবি স্টোরেজে উপলব্ধ। ওয়াই-ফাই সহ গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাসের দাম ৯০,৯৯৯ টাকা এবং এর একই মডেলের ৫জি ভ্যারিয়েন্ট ১,০৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

লাইনআপের স্ট্যান্ডার্ড Samsung Galaxy Tab S9 মডেলটি দুটি স্টোরেজ অপশনে এসেছে – ২৫৬ জিবি এবং ১২৮ জিবি। এই মডেলের ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ওয়াই-ফাই এবং ৫জি কানেক্টিভিটি ভ্যারিয়েন্ট যথাক্রমে ৯০,৯৯৯ টাকা এবং ১,০৪,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার, ১২৮ জিবি স্টোরেজ যুক্ত Samsung Galaxy Tab S9-এর ওয়াই-ফাই এবং ৫জি ভার্সনের দাম যথাক্রমে ৭২,৯৯৯ টাকা এবং ৮৫,৯৯৯ টাকা।

জানিয়ে রাখি, স্যামসাং আগ্রহী ক্রেতাদের জন্য আকর্ষণীয় প্রি-বুকিং অফারও ঘোষণা করেছে। ক্রেতারা এই নয়া ট্যাবলেটগুলির সাথে ১২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং ৮,০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস পেতে পারেন। আগ্রহী ব্যক্তিরা Samsung Galaxy Tab S9 সিরিজটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য সমস্ত শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন রিটেইল স্টোরে প্রি-বুক করতে পারেন।

উল্লেখ্য, Samsung Galaxy Tab S9 সিরিজের কিছু গুরুত্বপূর্ণ হাইলাইটগুলির মধ্যে রয়েছে একটি ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লে, জল ও ধুলো-প্রতিরোধী ডিজাইন, একটি উন্নত এস পেন (S Pen) স্টাইলাস, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, একটি দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং একটি কোয়াড একেজি স্পিকার সিস্টেম৷ ট্যাবলেটগুলি ডেক্স (DeX) মোড, ওয়্যারলেস কীবোর্ড, কুইক শেয়ার এবং মাল্টি কন্ট্রোল ফিচারগুলিও সাপোর্ট করে।