ফাস্ট চার্জিং ও শক্তিশালী ব্যাটারি সহ Honor 10X Lite সস্তায় লঞ্চ হল

কয়েকমাস ধরে ইন্টারনেটে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর অবশেষে লঞ্চ হল Honor 10X Lite। অনার আজ এই ফোনটিকে সৌদি আরবে লঞ্চ করেছে। গত জুলাইয়ে কোম্পানি এই সিরিজে Honor X10 Max লঞ্চ করেছিল। তবে লাইট ভার্সনটি এই সিরিজের সবচেয়ে কমদামি ফোন। অনার ১০এক্স লাইট ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, কিরিন ৭১০ প্রসেসর ও পাঞ্চ হোল ডিসপ্লে। Honor 10X Lite ফোনে গুগল মোবাইল সার্ভিস প্রি-ইন্সটল নেই। এই ফোনটিকে অন্যান্য মার্কেটে কবে লঞ্চ করা হবে জানা যায়নি।

Honor X10 Lite এর দাম

অনার ১০এক্স লাইট এর দাম ৭৯৯ SAR, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৯০০ টাকার সমান। এই দাম ফোনটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটি আইসল্যান্ডীয় ফ্রস্ট, মিডনাইট ব্ল্যাক এবং এমারেল্ড গ্রীন কালারে পাওয়া যাবে।

Honor X10 Lite এর স্পেসিফিকেশন

অনার ১০এক্স লাইট ফোনে আছে পাঞ্চ হোল ডিসপ্লে। এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুলভিউ ডিসপ্লে আছে। এর পিক্সেল রেজোলিউশন ২৪০০ x ১০৮০ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০.৩ শতাংশ। ডিসপ্লের নিচে হালকা বেজেল আছে। এতে অক্টা কোর কিরিন হাইসিলিকন ৭১০এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ফোনটিতে পাবেন ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যম এর স্টোরেজ ৫১২ জিবি বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Honor 10X Lite ফোনের পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল (এফ/১.৮ অ্যাপারচার)। অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর (এফ/২.৪ অ্যাপারচার), ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

পাওয়ারের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। যার সাথে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এতে আছে রিভার্স চার্জিং সাপোর্ট। ৩০ মিনিটে ফোনটি ৪৬ শতাংশ চার্জ হয়ে যাবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনটি ম্যাজিকও ইউআই ৩.১ ইন্টারফেসে চলবে।