9000 টাকার কমে 16 জিবি র‌্যামের ফোন, আজ প্রথম সেল 50 এমপি ক্যামেরার Infinix Hot 30i এর

Infinix Hot 30i- এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা

Infinix Hot 30i গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২টায় ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। জানিয়ে রাখি Infinix Hot 30i হল ৮ জিবি র‌্যাম সহ আসা সবচেয়ে সস্তা ফোন, যার দাম ৯,০০০ টাকার কম। আর এর অন্যান্য ফিচারগুলিও নজরকাড়া। তাই আপনি যদি সস্তায় কোনো ভালো ফোন নিতে চান তাহলে ইনফিনিক্স হট ৩০আই কিনতে পারেন।

Infinix Hot 30i-এর দাম ও সেল অফার

Infinix Hot 30i- এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি দুটি কালারে এসেছে – গ্লেসিয়ার ব্লু ও মিরর ব্ল্যাক।

লঞ্চ অফার হিসেবে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোনের সাথে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়া ইএমআই ও এক্সচেঞ্জ অফার রয়েছে।

Infinix Hot 30i-এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের ইনফিনিক্স হট ৩০আই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি (১৬১২×৭২০ পিক্সেল) এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন, যার সুরক্ষার জন্য রয়েছে পান্ডা গ্লাস। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আর ইনফিনিক্স হট ৩০আই এর পিছনেএলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৬ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর এবং এআই সেন্সর।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে আইএমজি পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ ১২এনএম প্রসেসর। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 30i ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল ফোরজি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি অডিও জ্যাক। ফোনটির ডাইমেনশন ১৬৪×৭৫.৭৫×৮.৪ মিমি এবং ওজন ১৯১ গ্রাম।