বুস্টার ডোজ হিসেবে Nasal ভ্যাকসিন‌ কে ছাড়পত্র, কীভাবে CoWIN অ্যাপ থেকে অনলাইনে স্লট বুক করবেন

কোভিড-১৯ ফের চোখ রাঙাতে শুরু করেছে। ২০২২ সালের শেষার্ধে এসে পুনরায় কয়েকটি দেশে করোনা ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে। ভাইরাসটির নয়া রুপ (BF.7) ধরা পড়েছে, যা অত্যন্ত সংক্রমণযোগ্য এবং স্বল্প সময়ের মধ্যে বৃহৎ সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে জানা গেছে। এই নয়া ভ্যারিয়েন্টের কারণে চীন, জাপান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে কোভিড-১৯ সংক্রামণের ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আর তাই পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত সরকার সম্প্রতি কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফে ১৮ এবং তার বেশি বয়সী প্রত্যেক ভারতীয়ের বুস্টার ডোজ সহ ভ্যাকসিনের সমস্ত শট নিয়ে নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, সরকার নতুন কোভিড-১৯ গাইডলাইন ঘোষণার পাশাপাশি বুস্টার ডোজ হিসাবে ন্যাসেল ভ্যাকসিন (Nasal Vaccine) শট নেওয়ার অনুমতিও দিয়েছে। উল্লেখ্য, ডক্টর.কৃষ্ণ এলা পরিচালিত ‘ভারত বায়োটেক’ (Bharat Biotech) -এর ইন্ট্রান্যাসেল কোভিড ভ্যাকসিন iNCOVACC -কে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিকল্প বুস্টার ডোজ হিসাবে অনুমোদন দিয়েছে। এটিকে হেটেরোলগাস (heterologous) বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। এই প্রতিবেদনে আমরা ন্যাসেল টিকা কারা নিতে পারবে, কোথায় পাওয়া যাবে এবং কীভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে, তা জানাবো।

কারা কোভিড-১৯ ন্যাসেল ভ্যাকসিন নিতে পারবেন? (Who can get Covid-19 nasal vaccine?)

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে, ভারত বায়োটেকের ইন্ট্রান্যাসেল ভ্যাকসিন iNCOVACC -কে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা নিতে পারবেন। তবে যারা ইতিমধ্যেই কোভ্যাক্সিন (Covaxin) বা কোভিসিল্ড (Covishield) -এর দুটি ডোজ গ্রহণ করেছেন, তারাই শুধুমাত্র বুস্টার ডোজ হিসাবে এই ন্যাসেল ভ্যাকসিন নিতে পারবেন।

iNCOVACC ন্যাসেল ভ্যাকসিন কোথায় পাওয়া যাচ্ছে? (Where is iNCOVACC nasal vaccine available?)

iNCOVACC ন্যাসেল ভ্যাকসিন জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে সর্বপ্রথম বেসরকারি হাসপাতালগুলিতে উপলব্ধ হবে। আপনারা CoWIN ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন মোডে এই কোভিড ন্যাসেল বুস্টার ডোজের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

কীভাবে অনলাইনে কোভিড-১৯ ন্যাসেল ভ্যাকসিন বুক করবেন? (How to book for Covid-19 nasal vaccine online?)

ভারত বায়োটেক দ্বারা নির্মিত ন্যাসেল ভ্যাকসিন iNCOVACC জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে। তবে আমাদের পরামর্শ, সরাসরি হাসপাতালে যাওয়ার আগে ভ্যাকসিনের জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেওয়া সমীচীন হবে। এক্ষেত্রে অনলাইনে এই ন্যাসেল বুস্টারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন –

১. ভ্যাকসিনের জন্য স্লট বুক করতে প্রথমেই CoWIN -এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান (cowin.gov.in/)।

২. তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।

৩. ভ্যারিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে মোবাইলে আসা OTP এন্টার করুন।

৪. লগইন করার পর, ‘vaccine status’ লেখা সেকশনে চলে যান এবং ‘available booster dose’ অপশনে ট্যাপ / ক্লিক করুন।

৫. এবার নিজের বাড়ির পিনকোড বা জেলার নাম এন্টার করে আপনার নিকটতম টিকা কেন্দ্রটি খুঁজে বের করুন।

৬. এরপর পছন্দ অনুযায়ী টিকা কেন্দ্র নির্বাচন করুন।

৭. পরবর্তীতে iNCOVACC ন্যাসেল ভ্যাকসিন বুস্টার ডোজ গ্রহণ করার জন্য, সুবিধা অনুসারে একটি তারিখ এবং সময় নির্বাচন করুন।

৮. ‘Confirm’ বাটন বেছে নিয়ে আপনার ভ্যাকসিন স্লট নিশ্চিত করুন।

৯. পরিশেষে নির্ধারিত দিনে হাসপাতাল থেকে বুস্টার ডোজ নেওয়ার পর, ভ্যাকসিন সার্টিফিকেট ডিভাইসে ডাউনলোড এবং সেভ করুন।

উল্লেখ্য, iNCOVACC ন্যাসেল ভ্যাকসিন বুস্টার ডোজ নেওয়ার জন্য আপনাকে প্রথমে কোভেক্সিন বা কোভিসিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বাধ্যতামূলক ভাবে নিতেই হবে। এই শর্তটি পূরণ হলে তবেই আপনি এই বুস্টার ডোজ নেওয়ার যোগ্য হবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, কোভিড ভ্যাকসিনের প্রথম দুটি ডোজ নেওয়ার ৯ মাস পরে বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে।

কোভিড-১৯ ন্যাসেল ভ্যাকসিনের দাম কত রাখা হয়েছে? (what is the Price of Covid-19 nasal vaccine?)

ভারত বায়োটেক তাদের iNCOVACC ন্যাসেল ভ্যাকসিনের দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সরকারি ভাবে এর দাম রাখা হয়েছে ৩২৫ টাকা। আর বেসরকারি সংস্থাদের জন্য মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।