Nokia G50 5G সাশ্রয়ী দামে লঞ্চ হল, রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি

Nokia G50 5G আজ অর্থাৎ বুধবার কিছুটা অপ্রত্যাশিতভাবে লঞ্চ হল। যারা Nokia-র সস্তা 5G ফোন খোঁজ করছিলেন, তাদের জন্যই Nokia G50 5G কে বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে HMD Global। আপাতত ফোনটি ব্রিটেনে উপলব্ধ। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে পাওয়া যাবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। আসুন Nokia G50 5G এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Nokia G50 5G দাম ও লভ্যতা

নোকিয়া জি৫০ ৫জি ফোনের দাম রাখা হয়েছে ২০০ পাউন্ড (প্রায় ২০,১৫০ টাকা)। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। ফোনটি মিডনাইট সান ও ওসান ব্লু কালারে বেছে নেওয়া যাবে। ভারত সহ অন্যান্য মার্কেটে নোকিয়া জি৫০ ৫জি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে এইচএমডি গ্লোবাল আগামী ৬ অক্টোবর গ্লোবাল মার্কেটে একটি ইভেন্টের আয়োজন করেছে, সেখানে এই ফোনের ওপর থেকে দ্বিতীয়বার পর্দা সরানো হতে পারে।

Nokia G50 5G স্পেসিফিকেশন, ফিচার

ডুয়েল সিমের নোকিয়া জি৫০ ৫জি ফোনে আছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১,৬৪০ পিক্সেল) আইপিএস এলসিডি। এর পিক ব্রাইটনেস ৪৫০ নিটস। এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে নোকিয়া জি৫০ ৫জি ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১।

আবার সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ক্যামেরার কথা বললে, Nokia G50 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Nokia G50 5G ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি (রিমুভাবল)। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ২২০ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন