Acer ভারতে আনলো ইন্টেল ইলেভেন জেনারেশন প্রসেসর সহ পাঁচটি ল্যাপটপ

Acer আজ Aspire এবং Swift সিরিজের সর্বমোট পাঁচটি ল্যাপটপ ভারতে লঞ্চ করার কথা ঘোষণা করলো। আসলে কয়েকদিন আগেই অনলাইনে অনুষ্ঠিত হওয়া Acer Next 2020 ইভেন্টে Acer এই নতুন ল্যাপটপগুলির গ্লোবাল লঞ্চ করেছিল। স্লিম, লাইটওয়েট এবং স্ট্যাইলিশ মেটাল ডিজাইনের এই পাঁচটি ল্যাপটপের নাম – Swift 5, Swift 3 (দুটি ভ্যারিয়েন্ট), Swift 3X এবং Aspire 5। এই ল্যাপটপগুলির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে আছে ইন্টেল -এর নতুন ইলেভেনথ (11) জেনারেশন টাইগার লেক প্রসেসর, ইন্টেল আইরিস এক্স ই গ্রাফিক্স, ডিটিএস সাউন্ড, বেস্ট ইন ক্লাস ওয়্যারলেস এবং ওয়্যারড কানেক্টিভিটি, ফাস্ট চার্জিংয়ের সুবিধা সহ দুর্দান্ত ব্যাটারি লাইফ। এগুলি ১ নভেম্বর থেকে Acer e-store থেকে কেনা যাবে। সেইসঙ্গে ফ্লিপকার্ট-অ্যামাজনেও এগুলি উপলব্ধ হতে পারে। অফলাইনে চাইলে এগুলি রিলায়েন্স ডিজিটালেও পাওয়া যাবে। আসুন এই ল্যাপটপগুলি সর্ম্পকে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Acer Swift 5 (SF514-55T) স্পেসিফিকেশন ও দাম

Acer Swift 5 ইন্টেলের নতুন ইলেভেনথ (11) জেনারেশন টাইগার লেক প্রসেসর দ্বারা চালিত। এতে আছে ১৪ ইঞ্চির এফএইচডি ডিসপ্লে। এই ডিসপ্লের চার পাশে থাকা সরু বেজেলের জন্য এর স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৩৪০ নিটস। Acer এই ডিসপ্লেটি গরিলা গ্লাসের একটি অ্যান্টিমাইক্রোবিয়াল কোটিং দ্বারা আচ্ছাদন করেছে। কানেক্টিভিটি অপশান হিসেবে আপনি এই ল্যাপটপে পাবেন ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ সি, থান্ডারবোল্ট ফোর এবং ইউএসবি ৩.২ জেন পোর্ট।

এর ৫৬ ওয়াট ব্যাটারি ১৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ সরবরাহ করে। আবার ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে। ল্যাপটপের ওজন মাত্র ১ কেজি এবং এর চ্যাসিস হাই-গ্রেড ম্যাগনেসিয়াম-লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয়েছে বলে এটি অবিশ্বাস্যভাবে ১৪.৫৫ মিমি পাতলা। এছাড়া ব্যবহারকারী Acer Swift 5 ল্যাপটপে পাবেন ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি (SSD) স্টোরেজ, Nvidia GeForce MX350 গ্রাফিক্স এবং একাধিক কুলিং মোড। সিকিরিউটির জন্য এটি ফিঙ্গারপ্রিন্ট রিডার উপলব্ধ। ল্যাপটপটির দাম শুরু হচ্ছে ৭৯,৯৯৯ টাকা থেকে।

Acer Swift 3 (SF313-53 এবং SF314-59) স্পেসিফিকেশন ও দাম

Acer Swift 3-এর দুটি ভ্যারিয়েন্টেই হয়েছে ইন্টেলের নতুন ইলেভেনথ (11) জেনারেশন প্রসেসর, মেটাল চ্যাসিস, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স, ওয়াইফাই ৬, থান্ডারবোল্ট ৪.০, ফিঙ্গারপ্রিন্ট রিডার। Acer Swift 3 (SF313-53) মডেলে আছে ১৩.৫ ইঞ্চি ডিসপ্লে। এর ব্রাইটনেস রেটিং ৪০০ নিটস। এর ব্যাটারি ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ সরবরাহ করে। আবার ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে। অপরদিকে Acer Swift 3 SF314-59 মডেলে পাওয়া যাবে ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এটির ওজন মাত্র ১.২ কেজি এবং ১৫.৯৫ মিমি পাতলা। Acer Swift 3 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৬৭,৯৯৯ টাকা থেকে।

Acer Swift 3X (SF314-510G) স্পেসিফিকেশন ও দাম

Acer Swift 3X  ইলেভেনথ জেনারেশন ইন্টেল কোর প্রসেসর এবং ইন্টেল আইরিস এক্সই ম্যাক্স গ্রাফিক্সের সাথে এসেছে। যারা ফটো-ভিডিও এডিটের মতো গ্রাফিক্স সর্ম্পকিত কাজ করেন এবং উচ্চ এফপিএসে ক্যাজুয়াল গেম খেলতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই ল্যাপটপটি কার্যকরী হবে। এই ল্যাপটপে ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রিন টু বডি রেশিও ৮৪ শতাংশ। এর ৫৬ ওয়াট ব্যাটারি ১৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ সরবরাহ করে। আবার ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে। এই ল্যাপটপের দাম শুরু হয়েছে ৭৯,৯৯৯ টাকা থেকে।

Acer Aspire 5 (A514-54G) স্পেসিফিকেশন ও দাম

Acer Aspire 5-এ আছে ১৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যা এসার-এর কালার ইন্টেলিজেন্স এবং আই কেয়ার ফিচার, এসার ব্লু লাইট শীল্ডের সাথে এসেছে। এছাড়া এই ল্যাপটপে Nvidia GeForce MX350 গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে। এটিতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করে৷ Acer Aspire 5 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৫৪,৯৯৯ টাকা থেকে।