৭ হাজার টাকার কমে লঞ্চ হল Itel Vision 1 Pro, রয়েছে তিনটি ক্যামেরা ও বড় ব্যাটারি

বাজেট রেঞ্জে ভারতে লঞ্চ হল Itel Vision 1 Pro। এই ফোনটি গত জুলাইয়ে ভারতে লঞ্চ হওয়া আইটেল ভিশন ১ এর আপগ্রেড ভার্সন। এই ফোনে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও Itel Vision 1 Pro এর অন্যান্য ফিচারের মধ্যে আছে এইচডি প্লাস ওয়াটারড্রপ ডিসপ্লে, এআই ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং (গো এডিশন) সিস্টেম। আসুন আইটেল ভিশন ১ প্রো এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Itel Vision 1 Pro এর দাম ও লভ্যতা

ভারতে আইটেল ভিশন ১ প্রো এর দাম রাখা হয়েছে ৬,৫৯৯ টাকা। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। এটি অরোরা ব্লু এবং ওশেন ব্লু কালারে উপলব্ধ। এই ফোনটিকে অনলাইনের পাশাপাশি অফলাইনেও রিটেল স্টোর থেকে কেনা যাবে।

লঞ্চ অফার হিসাবে Itel Vision 1 Pro এর সাথে সীমিত সময়ের জন্য বিনামূল্যে Free Mono BT হেডসেট পাওয়া যাবে। ফোনটির রিটেল বক্সের মধ্যে আছে একটি অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, প্রোটেকটিভ কেস, ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড।

Itel Vision 1 Pro এর স্পেসিফিকেশন

আইটেল ভিশন ১ প্রো ফোনটি ২.৫দি কার্ভড গ্লাস সহ ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে সহ এসেছে। এর পিক্সেল রেজোলিউশন ১৬০০ x ৭২০ পিক্সেল, আসপেক্ট রেশিও ২০:৯, স্ক্রিন টু বডি রেশিও ৮৯.৫ শতাংশ এবং ব্রাইটনেস ৪৫০ নিটস। এর ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ, যার মধ্যে এআই বিউটি মোড সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আবার Itel Vision 1 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। আবার এতে আছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলে। সিকিউরিটির জন্য এতে মাল্টি ফিচার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ফেস আনলক দেওয়া হয়েছে।

আবার ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে। যার প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়াও রয়েছে দুটি VGA  ক্যামেরা। এই ক্যামেরায় এআই বিউটি মোড, পোর্ট্রেট মোড, পানো মোড, প্রো মোড, লো লাইট মোড এবং HDR মোড দেওয়া হয়েছে। এই ফোনে পাবেন ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি সাধারণ ব্যাবহারে ২৪ ঘন্টা, ৬ ঘন্টা গেমিং এবং ৭ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দেবে। চার্জিংয়ের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। কানেক্টিভিটির জন্য আইটেল ভিশন ১ প্রো তে আছে ডুয়াল 4G VoLTE, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়াল-সিম।