Lava Probuds N3 নেকব্যান্ড ইয়ারফোন ভারতে লঞ্চ হল, পাবেন মাত্র ৭৯৯ টাকায়

অবশেষে ভারতীয় বাজারে পা রাখল Lava-র নতুন Lava Probuds N3 নেকব্যান্ড ইয়ারফোন। ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি, কুইক চার্জিং এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ একাধিক উন্নততর ফিচারের সাথে এসেছে নতুন ইয়ারফোনটি। সংস্থার দাবি, নতুন এই ইয়ারফোনটিতে রয়েছে শক্তিশালী শব্দ উৎপন্ন করার ক্ষমতা। এমনকি এর বেসও প্রয়োজন মতো বাড়ানো যাবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Lava Probuds N3 নেকব্যান্ড ইয়ারফোনের দাম, ও ফিচার।

Lava Probuds N3 নেকব্যান্ড ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে লাভা প্রোবাডস এন ৩ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। তবে প্রারম্ভিক অফারে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এটি পাওয়া যাবে ৭৯৯ টাকায়। ইয়ারফোনটি সাথে দেওয়া হচ্ছে এক বছরের ওয়্যারেন্টি। মিডনাইট ব্ল্যাক, রয়্যাল ব্লু এই দুটি কালারে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারফোনটি।

Lava Probuds N3 নেকব্যান্ড ইয়ারফোনের স্পেসিফিকেশন

লাভা প্রোবাডস এন ৩ ইয়ারফোনটি বলিষ্ঠ বডি এবং মেটাল বাডের সাথে এসেছে। ফলে এটি একদিকে যেমন শক্তপোক্ত এবং অন্যদিকে ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ দিতে সক্ষম। এর ইন-ইয়ার ইনফিনিটি প্লাগ এবং এরগণমিক ডিজাইনের জন্য এটি সহজেই ব্যবহারকারীর কানে ফিট হয়ে থাকবে। তবে শুধুমাত্র কানে সুরক্ষিতভাবে আটকে থাকবে তা নয়, এতে ম্যাগনেটিক লক থাকায় ঘাড়েও খুব স্বাচ্ছন্দের সাথে সুরক্ষিত থাকবে।

এবার আসা যাক ইয়ারফোনটির ব্যাটারির প্রসঙ্গে। ৯ ঘণ্টা একটানা প্লেব্যাক টাইম অফার করার জন্য এতে দেওয়া হয়েছে ১৫০ এমএএইচ ব্যাটারি এবং একক চার্জে এটি ৪৭ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে।

Lava Probuds N3 ইয়ারফোন আইপিএস ৪ রেটিং সহ আসায় এটি ঘাম থেকে সুরক্ষা দেবে। তাই ওয়ার্ক আউটের সময় বা বাইরের যে কোনো কাজ করবার সময় এটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। Lava Probuds N3 ইয়ারফোনে রয়েছে একটি বাটন, যার মাধ্যমে মিউজিক কন্ট্রোল, কল রিসিভ কিংবা কাট এবং গুগল ও সিরি অ্যাক্টিভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। তদুপরি মাইক্রোইউএসবি চার্জিং পোর্টের মাধ্যমে এটিকে চার্জ দেওয়া যাবে। পরিশেষে জানাই, এর ওজন ২৫ গ্রাম মাত্র।