Itel S24: সস্তায় 108MP ক্যামেরার সঙ্গে চোখধাঁধানো ফোন এনে চমক আইটেলের

গত বছর আইটেল তাদের S23 সিরিজের অধীনে Itel S23 এবং S23 Plus এনেছিল। সুনির্দিষ্টভাবে বললে, স্ট্যান্ডার্ড S23 ঘোষণা করা হয়েছিল জুন মাসে, যেখানে প্লাস সংস্করণটি সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করেছিল। আর এখন, চুপিসারে ব্র্যান্ডটি তাদের ওয়েবসাইটে Itel S24 সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচার সহ তালিকাভুক্ত করেছে। বলতে গেলে দাম বাদে সবকিছু প্রকাশ্যে এসেছে। চলুন তাহলে নবাগত Itel S24-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Itel S24-এর স্পেসিফিকেশন এবং ফিচার

আইটেল এস24-এ 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। স্ক্রিনটি এইচডি+ রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 480 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটিতে মিডিয়াটেক হেলিও জি91 চিপসেট ব্যবহার করা হয়েছে। আইটেল এস24 তিনটি এলপিডিডিআর৪এক্স র‍্যাম + ইএমএমসি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – 4 জিবি + 128 জিবি, 8 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি। এছাড়াও, ফোনটি 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম এবং মাইক্রোএসডি কার্ড স্লট অফার করবে।

ক্যামেরার ক্ষেত্রে, আইটেল এস24-এর রিয়ার প্যানেলে অবস্থিত গোল ক্যামেরা মডিউলে 108 মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচএম6 প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা 3x ইন-সেন্সর জুম এবং ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট করে। আর সেলফির জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, আইটেল এস24-এ 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে 18 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এটিতে বাইপাস চার্জিংয়ের জন্যও সাপোর্ট থাকবে, যা ব্যাটারি বাইপাস করে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পাঠায়।

এছাড়াও, Itel S24-এ ডুয়েল স্পিকার এবং একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক মিলবে। এটি আইটেল ওএস 13 সফ্টওয়্যার সংস্করণে রান করবে, তবে ওয়েবসাইটে এর সঠিক অ্যান্ড্রয়েড সংস্করণ উল্লেখ করা হয়নি। ডিভাইসটি 8.3 মিলিমিটার পাতলা এবং এর ওজন 192 গ্রাম। Itel S24 তিনটি শেডে পাওয়া যাবে – স্টারি ব্ল্যাক, ডন হোয়াইট এবং কোস্টলাইন ব্লু। মনে করা হচ্ছে যে, দাম 150 ডলার (প্রায় 12,500 টাকা)-এর মধ্যেই থাকবে।