Infinix Zero 30 5G: 21 জিবি র‌্যামের সাথে 108 মেগাপিক্সেল ক্যামেরা, দাম 25 হাজার টাকার কম

Infinix Zero 30 5G স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া

আগামী ২রা সেপ্টেম্বর ভারতের বাজারে Infinix Zero 30 5G নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করার কথা হালফিলে নিশ্চিত করেছে Infinix। সংস্থাটি তাদের এই আপকামিং হ্যান্ডসেটকে ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে লঞ্চের পর বিক্রি করবে। সর্বোপরি উক্ত অনলাইন শপিং সাইটটি তাদের প্ল্যাটফর্মে Infinix Zero 30 5G -এর জন্য ইতিমধ্যেই একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ করেছে। এই মাইক্রোসাইটে ধারাবাহিকভাবে ফোনটির একের পর এক ফিচার অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ এই পেজকে আপডেট করা হয়েছে। যার দরুন Infinix Zero 30 5G স্মার্টফোনের ক্যামেরা, চিপসেট ভ্যারিয়েন্ট, ব্যাটারি এবং চার্জিং ক্যাপাসিটি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে।

লঞ্চের আগে ফাঁস হল Infinix Zero 30 5G স্মার্টফোনের ফিচার তালিকা

ইনফিনিক্স নিশ্চিত করেছে যে, আসন্ন জিরো ৩০ ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ চিপসেট ব্যবহার করা হবে। এতে ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ সহ ১২ জিবি র‍্যাম পাওয়া যাবে। যদিও ডিভাইসটিতে অতিরিক্তভাবে আরো ৯ জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করবে। অর্থাৎ ইউজাররা মোট ২১ জিবি র‍্যাম ব্যবহার করতে পারবেন। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে৷

ক্যামেরা বিভাগের কথা বললে, Infinix Zero 30 5G স্মার্টফোনের পিছনে কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা বিদ্যমান থাকবে। এই ক্যামেরাগুলি হবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও ৩এক্স ইন-সেন্সর জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২০-ডিগ্রি FOV ও AI লেন্স সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, যা ৬০fps রেটে ৪কে ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ফ্লিপকার্ট দ্বারা লাইভ করা মাইক্রোসাইটের লিস্টিং আরো নিশ্চিত করেছে যে, Infinix Zero 30 5G স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে – ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস অফার করবে৷ আবার ডিসপ্লে ও ব্যাক প্যানেল উভয়কে সুরক্ষিত রাখার জন্য গরিলা গ্লাস ব্যবহার করা হবে। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দুর্দান্ত সাউন্ড সরবরাহের জন্য ডিটিএস হাই-রেস প্রযুক্তি সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম মিলবে। ইনফিনিক্স ব্র্যান্ডের এই লেটেস্ট ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে বলেও জানা গেছে।

ভারতে Infinix Zero 30 5G স্মার্টফোনের দাম কত রাখা হতে পারে?

ভারতে ইনফিনিক্স জিরো ৩০ ৫জি স্মার্টফোনের দাম ২৫,০০০ টাকারও কম রাখা হবে বলে সংস্থাটি স্বয়ং নিশ্চিত করেছে। লঞ্চের পর এটিকে ভেগান লেদার ব্যাক যুক্ত রোম গ্রীন এবং গ্লাস ব্যাক সহ গোল্ডেন আওয়ার কালার বিকল্পে পাওয়া যাবে।

জানিয়ে রাখি, ইনফিনিক্স ব্র্যান্ডের এই হ্যান্ডসেটের প্রি-অর্ডার ২রা সেপ্টেম্বর অর্থাৎ লঞ্চের দিন থেকেই শুরু হবে। আগ্রহীরা, ই-কমার্স সাইট ফ্লিপকার্টে গিয়ে ফোনটিকে আগাম অর্ডার করতে পারবে।