এবার কম বাজেটেই গেমিং ফোনের স্বপ্নপূরণ, Infinix GT 20 Pro এপ্রিলে ভারতে লঞ্চ হচ্ছে

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স (Infinix) প্রধাণত আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় ব্যবসা করে। গত বছর, তাদের প্রথম মিড-রেঞ্জ গেমিং ফোন হিসেবে Infinix GT 10 Pro বাজারে এসেছিল। বিশেষত ভারতে, ডিভাইসটি নিয়ার-স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স প্রদান করে। সম্প্রতি জানা গেছে যে, কোম্পানি শীঘ্রই উত্তরসূরি হিসাবে Infinix GT 20 Pro মডেলটি আনবে। আর এখন একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে, GT 20 Pro-এর সাথে কোম্পানিটি এমন কয়েকটি বড় দেশে প্রবেশ করতে চলেছে, যেখানে তারা এখনও সক্রিয় নয়।

Infinix GT 20 Pro ভারত ছাড়াও অন্যান্য দেশে লঞ্চ হবে

অ্যান্ড্রয়েডহেডলাইনস-এর রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স জিটি 20 প্রো ফোনটি এই মাসে, অর্থাৎ এপ্রিলে প্রধানত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো তিনটি মেজর মার্কেটে লঞ্চ হবে। ব্র্যান্ডটি গত কয়েক বছর ধরেই ভারতে সক্রিয়। তবে, তারা এই প্রথমবারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে পা রাখবে। যদিও রিপোর্টে ইনফিনিক্স জিটি 20 প্রো-এর স্পেসিফিকেশন সম্পর্কে আলাদা করে কিছু বলা হয়নি, তবে এখনও পর্যন্ত ডিভাইসটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে।

Infinix GT 20 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুসারে, ইনফিনিক্স জিটি 20 প্রো-এ ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভার্সনে চলবে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 চিপসেট ব্যবহৃত হবে। মিলবে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix GT 20 Pro-এ 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অনুমান করা হচ্ছে, ডিভাইসটি ইনফিনিক্সের বিশেষ সাইবার মেকা (Cyber Mecha) ডিজাইনের সাথে আসবে, যা প্রথম Infinix GT 10 Pro-তে দেখা গিয়েছিল। এটি নির্দেশ করে যে, পিছনে কিছু এলইডি লাইটের স্ট্রিপ থাকতে পারে।