Hyundai Ioniq 5: হুন্ডাইয়ের দুর্ধর্ষ বৈদ্যুতিক গাড়ি ভারতে লঞ্চ হবে এই সময়ে, 481 কিমি রেঞ্জ, জেনে নিন বিস্তারিত

‘২০২২-এর কার অফ দ্য ইয়ার’ পুরস্কারপ্রাপ্ত গাড়ি এবার পা রাখতে চলেছে ভারতবর্ষে। হুন্ডাইয়ের উচ্চ প্রশংশিত Ioniq 5 কবে নাগাদ এ দেশে লঞ্চ করা হবে, সেটা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হল। নির্দিষ্ট সময় উল্লেখ না হলেও Hyundai Ioniq 5 চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভারতে আত্মপ্রকাশ করবে বলে ঘোষণা করা হয়েছে। Kona-র পর এদেশে Hyundai Ioniq 5 ফ্ল্যাগশিপ ইলেকট্রিক ক্রসওভার হতে চলেছে সংস্থার দ্বিতীয় বিদ্যুৎচালিত গাড়ি।

এই প্রসঙ্গে হুন্ডাই মোটরের এমডি এবং সিইও উনসু কিম (Unsoo Kim) বলেন, “একটি প্রগতিশীল এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য”, অর্থাৎ বর্তমানে বৈদ্যুতিক গাড়ির প্রতি নিজেদের মনোযোগ বাড়াতে চাইছে সংস্থাটি। তাদের পরিকল্পনা ২০২৮-এর মধ্যে ছ’টি ব ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে নিয়ে আসা।

Hyundai Ioniq 5 গাড়িটি ই-জিএমপি বা E-GMP (ইলেকট্রিক গ্লোবাল মডিউলার) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। মডিউলারাইজড ব্যাটারি সিস্টেম থাকছে এতে। ইলেকট্রিক গাড়িটি বিদেশের বাজার থেকে আমদানি করে ভারতে বিক্রি করা হবে। এটি সংস্থার ফ্ল্যাগশিপ ইলেকট্রিক গাড়ি হিসাবে ভারতে আত্মপ্রকাশ করবে । এটি আন্তর্জাতিক বাজারে দু’টি মোটর অপশনে উপলব্ধ। সিঙ্গেল মোটর যুক্ত মডেলটি থেকে ১৬৯ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হয় এবং দুই মোটর বিশিষ্ট মডেলটি থেকে ৩০৬ বিএইচপি শক্তি এবং ৬০৫ এনএম টর্ক পাওয়া যায়।

একটি মোটরে ঘন্টায় ০-১০০ কিমি গতিবেগ তুলতে ৮.৫ সেকেন্ড সময় নেয়। আর দুই মোটর বিশিষ্ট মডেলে ঘন্টা প্রতি ০-১০০ কিমি গতিবেগ তুলতে ৫.২ সেকেন্ড সময় লাগে। দু’টো ভ্যারিয়েন্টের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮৫ কিমি। গাড়িটি ৭২.৬ এবং ৫৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যাবে। রেঞ্জ যথাক্রমে ৪৮১ কিমি এবং ৩৮৫ কিমি বলে দাবি করা হয়েছে।

Hyundai Ioniq 5-এ থাকছে একটি ৮০০ ভোল্ট ব্যাটারি টেকনোলজি, যা ২২০ কিলোওয়াট ডিসি চার্জার দিয়ে ১৮ মিনিটে ব্যাটারিটিকে ১০% থেকে ৮০% চার্জ করতে সহায়তা করবে। গুরুত্বপূর্ণ ফিচারের তালিকা দেখা মিলবে একটি ১২ ইঞ্চি ডিসপ্লের ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, হেড আপ ডিসপ্লে, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স, রিয়ার ভিউ মিরর ডিসপ্লে, প্রভৃতি।