boAt Enigma Z20: স্টাইলিস ডিজাইন ও লেদার ফিনিশ সহ বোট ভারতে লঞ্চ করল নতুন স্মার্টওয়াচ

ভারতীয় বাজারে boAt Enigma Z20 স্মার্টওয়াচটির জেট ব্ল্যাক কালার অপশনের দাম ধার্য করা হয়েছে ৩,২৯৯ টাকা এবং এর ব্রাউন লেদার ও মেটাল ব্ল্যাক ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩,৪৯৯ টাকা

আজ দেশীয় সংস্থা boAt নিয়ে আসলো Enigma সিরিজের নতুন স্মার্টওয়াচ, যার নাম boAt Enigma Z20। শক্তপোক্ত ডিজাইনের স্টাইলিশ এই ঘড়িটিতে থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য ব্লুটুথ কলিং ফিচার, একাধিক হেলথ সেন্সর এবং স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Enigma Z20 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Enigma Z20 এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে boAt Enigma Z20 স্মার্টওয়াচটির জেট ব্ল্যাক কালার অপশনের দাম ধার্য করা হয়েছে ৩,২৯৯ টাকা এবং এর ব্রাউন লেদার ও মেটাল ব্ল্যাক ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩,৪৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

boAt Enigma Z20-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত boAt Enigma Z20 স্মার্টওয়াচটি শক্তপোক্ত ডিজাইনে গোলাকৃতির মেটাল ইউনিবডি ডায়াল সহ এসেছে। এর ডান ধারে থাকছে রোটেটিং ক্রাউন। এতে দেওয়া হয়েছে ১.৫১ ইঞ্চি এলসিডি স্ক্রিন, যা এইচডি রেজোলিউশন এবং ৬০০ নিট উজ্জ্বলতা অফার করবে। এর সঙ্গে এতে একাধিক কাস্টমাইজেবল ওয়াচফেস বর্তমান।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে থাকছে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। আবার ঘড়িটি ব্যবহারকারীর ব্রিদিং সেশন অফার করবে এবং সিডেন্টারি অ্যালার্ট দিতে পারবে।

এখানেই শেষ নয়! নয়া স্মার্টওয়াচে থাকছে বিল্ট-ইন এসওএস ফিচার। আবার ব্লুটুথ সমর্থনকারী ঘড়িটিতে বিল্ট-ইন মাইক, ডায়াল প্যাড এবং ২৫০টি কন্টাক্ট মজুদ রাখার জন্য উপযুক্ত স্টোরেজ উপলব্ধ। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, বিল-ইন গেম, ফাইন্ড মাই ফোন ইত্যাদি। সংস্থার মতে, একবার চার্জে boAt Enigma Z20 স্মার্টওয়াচ ৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।