এক ছাদের তলায় সমস্ত OTT অ্যাপ, Vodafone Idea আনল নতুন ভিআই মুভিস এন্ড টিভি সাবস্ক্রিপশন প্ল্যান

Vodafone Idea তাদের প্রিপেড এবং পোস্টপেড ব্যবহারকারীদের জন্য Vi Movies and TV এন্টারটেইনমেন্ট সাবস্ক্রিপশন চালু করেছে।

ক্রমাগত গ্রাহক হ্রাস পাচ্ছে Vodafone Idea-র। আর এই সমস্যার সমাধান হিসেবে তারা এতদিন গ্রাহকদের বিভিন্ন প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের সাথে নানান অফার দিয়ে আসছিল। তবে এবার Vodafone Idea তাদের গ্রাহকদের OTT অভিজ্ঞতা আরো সুন্দর করে তোলার জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার।

আসলে Vodafone Idea এবার তাদের প্রিপেড এবং পোস্টপেড ব্যবহারকারীদের জন্য Vi Movies and TV এন্টারটেইনমেন্ট সাবস্ক্রিপশন চালু করেছে। ভিআই-এর মতে তারা অ্যাপটিকে রিফ্রেশ করেছে। এখন এই প্ল্যাটফর্মে 13টিরও বেশি OTT অ্যাপ সহ 400 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে।

Vi Movies and TV সাবস্ক্রিপশন প্ল্যান

যদিও এই প্ল্যাটফর্মটি নতুন নয়, ইতিমধ্যেই ভিআই গ্রাহকরা রিচার্জ প্ল্যানের সাথে এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিনোদন পরিষেবা উপভোগ করে। তবে নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে আরও বেশি সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ বিভিন্ন ওটিটি অ্যাপকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নতুন সুবিধাটি পেতে গেলে আলাদাভাবে প্রিপেড ব্যবহারকারীদের খরচ করতে হবে 202 টাকা এবং পোস্টপেড ব্যবহারকারীরা এই পরিষেবাটি পেতে পারবেন 199 টাকায়।

এই প্ল্যানে কোন কোন ওটিটি প্ল্যাটফর্ম দেখা যাবে

ভিআই মুভিস এন্ড টিভি সাবস্ক্রিপশনের সাথে ব্যবহারকারীরা ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ, মনোরমা ম্যাক্স, ফ্যানকোড, ক্লিক, চৌপাল, নামাফ্লিক্স, প্লেফ্লিক্স, হাঙ্গামা ডিসকভারি, সিমারো মি, ডিষ্ট্রো টিভি, ইয়াপ টিভি সহ আর অনেক ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট উপভোগ করতে পারবে।

ভোডাফোন আইডিয়ার মতে, তাদের লক্ষ্য হলো একসাথে একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা প্রদান করা। যাতে ব্যবহারকারীদের বিভিন্ন প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার জন্য আলাদা সাবস্ক্রিপশনের প্রয়োজন না হয়। তাদের খরচ অনেকটা কমে আসে।