মিড রেঞ্জে লঞ্চ হল Huawei Nova Y60, বড় ডিসপ্লের সাথে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ

Huawei মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন নিয়ে এল। সদ্য লঞ্চ হওয়া এই হ্যান্ডসেটের নাম Huawei Nova Y60। বড় ডিসপ্লে, লম্বা এসপেক্ট রেশিও, ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং পাওয়ারফুল ব্যাটারি – Huawei Nova Y60-এর ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য।

Huawei Nova Y60 স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ে নোভা ওয়াই৬০ স্মার্টফোনে ৬.৬ ইঞ্চি এলসিডি টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে। ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে রয়েছে এফ/২.০ অ্যাপারচারযুক্ত ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

হুয়াওয়ে নোভা ওয়াই৬০-এর পিছনে দেখা যাবে এফ/১.৮ অ্যাপারচার-সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে এই ফোন। হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে হুয়াওয়ে নোভা ওয়াই৬০।

পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Nova Y60-তে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফোনে হিস্টেন ৬.১ অডিও প্রযুক্তির উপস্থিতিতে সাউন্ড হয়ে উঠবে চমৎকার।

Huawei Nova Y60 দাম ও লভ্যতা

আপাতত দক্ষিণ আফ্রিকায় লঞ্চ করা হয়েছে হুয়াওয়ে নোভা ওয়াই৬০, ফোনটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৪১৬ টাকার সমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন