Xiaomi 14 Pro: এদেশে লঞ্চ নয়, শাওমির দুর্ধর্ষ ফোন হাতে নাও পেতে পারে ক্রেতারা

শাওমি তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 14 এবং Xiaomi 14 Pro গত অক্টোবরে চীনে লঞ্চ করেছে৷ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ প্রথম স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করেছে মডেল দু’টি। তবে গ্লোবাল
মার্কেটে না আসার কারণে বিশ্ববাজারে Snapdragon 8 Gen 3-চালিত প্রথম ফোনের খেতাব দখল করেছে iQOO। কিন্তু তাও ভারত সহ চীনের বাইরের বিভিন্ন দেশে Xiaomi 14 সিরিজের জন্য উত্তেজনা এখনও চোখে পড়ার মতো। তবে দুঃসংবাদের মতো নতুন এক রিপোর্টে বলা হয়েছে, Xiaomi 14 Pro গ্লোবাল মার্কেটে নাও আসতে পারে এবং শুধুমাত্র স্ট্যান্ডার্ড Xiaomi 14 মডেলটি আগামী ১৪ জানুয়ারি বিশ্ব বাজারে লঞ্চ হবে।

Xiaomi 14 Pro গ্লোবাল মার্কেটে নাও আসতে পারে

শাওমিইউআই-এর একটি নতুন রিপোর্ট শাওমির সফ্টওয়্যার ডেভেলপমেন্টের ওপর ভিত্তি করে জানিয়েছে যে, শাওমি বর্তমানে রেগুলার শাওমি ১৪ মডেলের জন্য নতুন হাইপারওএস (HyperOS) সফ্টওয়্যারের গ্লোবাল সংস্করণের ওপর সক্রিয়ভাবে কাজ করছে, কিন্তু প্রো মডেলের ক্ষেত্রে এমন কোনও ডেভেলপমেন্টের বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। শাওমি ১৪-এর হাইপারওএস-এর জন্য লেটেস্ট ইন্টারনাল টেস্ট বিল্ডটি দুই মাস আগের, যা এও নির্দেশ করে যে প্রো মডেলের গ্লোবাল ভার্সনের জন্য কোনও ডেভলপমেন্ট আপাতত হচ্ছে না।

তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এই জল্পনাটি শুধুমাত্র সফ্টওয়্যার ডেভেলপমেন্টের ওপর ভিত্তি করে এবং শাওমি এখনও আনুষ্ঠানিকভাবে শাওমি ১৪ সিরিজের গ্লোবাল লঞ্চের বিষয়ে কিছু ঘোষণা করেনি। এমনও শোনা যাচ্ছে যে প্রো ভ্যারিয়েন্টের পরিবর্তে, শাওমি ১৪-এর সাথে গ্লোবাল মার্কেটে “আল্ট্রা” মডেলটিকে লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থা৷ কিন্তু আপাতত এগুলির কোনটিই নিশ্চিত তথ্য নয়, তাই কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে৷

Xiaomi 14-এর স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড Xiaomi 14-এ ৬.৩৬ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২-বিট ডেপ্থ, ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিট পর্যন্ত অবিশ্বাস্য ব্রাইটনেস অফার করে। ফোনটিতে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি ব্যবহৃত হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 14-এর ট্রিপল ক্যামেরা সিস্টেমের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে৷ যেকোনও পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে আলো গ্রহনের জন্য প্রধান ক্যামেরার অ্যাপারচার এফ/১.৬ থেকে এফ/২.২-তে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট হয়।

অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 14-এ ৪,৬১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং এমনকি ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।