R15 স্পোর্টস বাইকের ইঞ্জিনের সঙ্গে এন্ট্রি নিল 2023 Yamaha MT-15 V2, দাম 1.64 লাখ

নয়া নির্গমন বিধি মেনে ইয়ামাহা মোটর ইন্ডিয়া (Yamaha Motor India) আজ ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ রোডস্টার বাইক MT-15 V2 লঞ্চ করল। এর দাম ১,৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এদেশের বাজারে মোটরসাইকেলটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে KTM 125 Duke, Bajaj Pulsar NS200 ও Apache RTR 200 4V।

নতুন Yamaha MT-15 V2 : কালার

Yamaha MT-15 V2 দুটি ভ্যারিয়েন্ট এবং ছয়টি কালার অপশনে হাজির হয়েছে – ডার্ক ম্যাট ব্লু (নতুন), মেটালিক ব্ল্যাক (নতুন), সিয়ান স্টর্ম, আইস ফ্লুও ভার্মিলিয়ন, রেসিং ব্লু এবং মেটালিক ব্ল্যাক ডিএলএক্স। বাইকটির স্টাইলিং এ কোন পরিবর্তন ঘটানো হয়নি।

নতুন Yamaha MT-15 V2 : ফিচার্স

MT-15 V2-এর ফিচারের মধ্যে উপস্থিত টুইন ডিআরএল সহ প্রোজেক্টর স্টাইল হেডলাইট, একটি পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, স্টেপ আপ সিট, ইঞ্জিন কাউল, সাইড স্লাঙ্গ এগজস্ট, এবং দু’পাশে ১৭ ইঞ্চি হুইল। এছাড়া কোম্পানি বেশকিছু অপশনাল অ্যাক্সেসরিজ অফার করছে। যেমন – ট্যাঙ্ক প্যাড, স্কিড প্লেট, ইউএসবি চার্জার, অ্যাডজাস্টেবল লিভার।

বাইকটি স্ট্যান্ডার্ড এবং ওয়াই-কানেক্ট – এই দুই ভ্যারিয়েন্টে এসেছে। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, কল-এসএমএস-ইমেইল অ্যালার্ট, ফোন ব্যাটারি লেভেল, সর্বশেষ পার্কিংয়ের লোকেশন এবং মাল্টিফাংশন নোটিফিকেশন।

নতুন Yamaha MT-15 V2 : ইঞ্জিন

নয়া রোডস্টার বাইকটি ওবিডি-২ নির্গমন বিধির ১৫৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ভ্যারিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশন সিস্টেম সহ লিকুইড কুল্ড ইঞ্জিনের উপর ভর করে এসেছে। ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত মোটরটি থেকে ১০,০০০ আরপিএম গতিতে ১৮.১ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.২ এনএম টর্ক উৎপন্ন হবে। একই ইঞ্জিন আরওয়ানফাইভ সিরিজেও রয়েছে।

নতুন Yamaha MT-15 V2 : দাম

Yamaha MT-15 V2 মোট ছয়টি কালার অপশনে হাজির হয়েছে। যেগুলি হল ডার্ক ম্যাট ব্লু (নতুন), মেটালিক ব্ল্যাক (নতুন), সিয়ান স্টর্ম, আইস ফ্লুও ভার্মিলিয়ন, রেসিং ব্লু এবং মেটালিক ব্ল্যাক ডিএলএক্স। এদের দাম যথাক্রমে – ১,৬৪,৯০০ টাকা, ১,৬৪,৯০০ টাকা, ১,৬৮,৯০০ টাকা, ১,৬৮,৯০০ টাকা, ১,৬৮,৯০০ টাকা ও ১,৬৮,৯০০ টাকা।