ভারতীয় অধিনায়কের সাথে দুর্ব্যবহার! রোহিতকে ফিল্ডিংয়ে এখান‌ থেকে ওখান ছোটালেন হার্দিক

এই মরসুমের আইপিএলের জন্য, এমআই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং হার্দিক পান্ডিয়াকে দলের নতুন অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর (IPL 2024) পঞ্চম ম্যাচে গত বছরের রানার্স আপ গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (GT vs MI) মধ্যে রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছিল। এই হাইভোল্টেজ ম্যাচে গুজরাট জয়লাভ করেছে। মুম্বাইকে ৬ রানে হারিয়েছে গুজরাট। একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে নামা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কড়া সমালোচনাও হয়। স্টেডিয়াম জুড়ে সমর্থকদের তার উপর চিৎকার করতে দেখা গেছে।

আমরা জানি যে এই মরসুমের আইপিএলের জন্য, এমআই রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং হার্দিক পান্ডিয়াকে দলের নতুন অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে। ভক্তদের এই জিনিসটি একেবারেই পছন্দ হয়নি, যার কারণে তারা আহমেদাবাদে তীব্র প্রতিবাদ করেছিল। একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংয়ের সময়ও রোহিত শর্মার সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছিলেন হার্দিক, যার কারণে সমর্থকদের ক্ষোভ এখন তুঙ্গে।

মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ফিল্ডিং পজিশন পরিবর্তন করতে দেখা গেছে। ৩০ গজের বৃত্তে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মাকে বাউন্ডারিতে পাঠান তিনি। গোটা ঘটনার ভিডিয়োও ভাইরাল হচ্ছে। হিটম্যানও একবার ইশারা করে, ‘আমি কি যাব?’।

আসলে গুজরাট টাইটান্সের ইনিংসের শেষ ওভার (২০) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল করতে আসেন জেরাল্ড কোয়েটজি। ওভার চলাকালীন হার্দিক বোলারের সঙ্গে একসঙ্গে ফিল্ডিং সেট করছিলেন। এমন পরিস্থিতিতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে হার্দিক ৩০ গজ বৃত্তে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মাকে বাউন্ডারিতে গিয়ে ফিল্ডিং করতে বলছেন। প্রায়শই বৃত্তে ফিল্ডিং করা রোহিত লং অনের দিকে চলে যান। বাউন্ডারিতে যাওয়ার পরও নিজের জায়গা থেকে রোহিতকে ২-৩ বার সরান পান্ডিয়া। রোহিতের সঙ্গে এমন আচরণ একেবারেই পছন্দ হয়নি অনুরাগীদের। এই নিয়ে পান্ডিয়াকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলও করা হচ্ছে।