২১ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল ওয়াটারপ্রুফ স্মার্টওয়াচ ZTE Watch Live

কালই চীনে লঞ্চ হয়েছে রেডমির প্রথম স্মার্টওয়াচ Redmi Watch। রেডমির পর এবার ZTE ও চীনে আজ তার ঘরোয়া মার্কেটের জন্য নিয়ে এল ZTE Watch Live নামে একটি স্মার্টওয়াচ। রেডমি ওয়াচের থেকেও অনেক সস্তায় লঞ্চ হওয়া জেডটিই ওয়াচ লাইভের আকর্ষণীয় ফিচারের মধ্যে আছে দীর্ঘ ব্যাটারি লাইফ, ২৪x৭ হার্ট রেট মনিটারিং, ও IP68 রেটিং।

ZTE Watch Live এর দাম ও লভ্যতা

চীনে এর দাম রাখা হয়েছে ২২৯ ইউয়ান, যা প্রায় ২,৬০০ টাকার সমান৷ ওয়াচ লাইভের প্রি-বুকিংও শুরু হয়ে গেছে। ডিসেম্বরের ৩ তারিখ থেকে এর শিপিং শুরু করা হবে। চীনের বাইরে এর উপলব্ধ হওয়ার বিষয়ে এখনও কিছু জানা যায় নি।

ZTE Watch Live এর স্পেসিফিকেশন ও ফিচার

এই স্মার্টওয়াচের ডায়ালে ১.৩ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে৷ যার রেজোলিউশন ২৪০x২৪০ পিক্সেল। পার্সোনালাইজ করার জন্য একগুচ্ছ ওয়াচ ফেসও এর সাথে থাকছে। এই ওয়াচের স্ট্রাপ সিলিকা জেল দিয়ে তৈরি হওয়ায় এটি স্ক্রিন ফ্রেন্ডলি। এই স্মার্টওয়াচের মাধ্যমে সাইক্লিং, দৌড়ানো, স্কিপিং, সুইমিংয়ের মতো ১২ ধরনের স্পোর্টস মোড মনিটার করা যাবে।  এই স্মার্টওয়াচে থাকা সেন্সর, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ এবং হার্ট রেট ও স্লীপ কোয়ালিটি মনিটর করতে পারবে।

এই স্মার্টওয়াচের ব্যাটারি একবার চার্জ দিলে ১৪-২১ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। তবে ব্যাটারির ক্যাপাসিটি অফিসিয়াল লিস্টিংএ উল্লেখ করা ছিল না। ফলে এর পাওয়ার জানা সম্ভব হয় নি। এতে ম্যাগনেটিক ওয়্যার চার্জিং সাপোর্ট আছে।

ব্লুটুথের (ভার্সন ৪.২) মাধ্যমে ZTE Watch Live স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে। ফোনের সঙ্গে কানেক্ট করার পর ইনকামিং কল বা মেসেজ চেক করা এবং ফোনের ক্যামেরা বা মিউজিক কন্ট্রোল করা যাবে। ৩৫ গ্রাম ওজনের এই স্মার্টওয়াচে IP68 রেটিং আছে। ফলে এটি জল ও ধূলিকণা প্রতিরোধী।