এমন ফোন বিশ্বে প্রথম, OnePlus 11 Jupiter Rock Edition তাকলাগানো ডিজাইন নিয়ে লঞ্চ হল

ওয়ানপ্লাস বছরের শুরুতে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং আকর্ষণীয় ডিজাইন সমৃদ্ধ প্রিমিয়াম OnePlus 11 স্মার্টফোনটি চীনা মার্কেটে লঞ্চ করে। তারপর ফেব্রুয়ারি মাসে এটি গ্লোবাল মার্কেটেও পা রেখেছে। ডিভাইসটি বাজারে ইটারনাল গ্রীন এবং টাইটান ব্ল্যাক-এই দুই কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ ছিল। তবে এবার ওয়ানপ্লাস তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনটির জন্য একটি বিশেষ সংস্করণ লঞ্চ করেছে। যার নামকরণ হয়েখে OnePlus 11 Jupiter Rock Edition এবং এতে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির রং থেকে অনুপ্রাণিত অভিনব ডিজাইন রয়েছে। আসুন তাহলে এই নতুন স্পেশাল এডিশনের OnePlus 11 সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

বাজারে অবশেষে পা রাখলো বিশেষ OnePlus 11 Jupiter Rock Edition

ওয়ানপ্লাস তাদের উল্লেখ করেছে যে, ওয়ানপ্লাস ১১ জুপিটার রক এডিশন হল প্রথম স্মার্টফোন যা “ন্যাচারাল টেক্সচার” অফার করে। এটি একটি ভলিউমেট্রিক মাইক্রোক্রিস্টালাইন রক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এই উপাদানটির ব্যবহার স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এই প্রথম হল। বিশেষ নির্মাণ সামগ্রীর জন্য, ওয়ানপ্লাস ১১ জুপিটার রক এডিশন ব্যবহারকারীদের একটি অনন্য ট্যাক্টাইল অনুভুতি প্রদান করবে যা এটিকে অন্যান্য স্মার্টফোনের থেকে আলাদা করে তুলবে। বিশেষ সংস্করণের এই ডিভাইসটির পেছনের প্যানেলের দিকে তাকালে দেখা যাবে যে, প্রাকৃতিক শিলা গঠনের চেহারা এবং অনুভূতিকে প্রতিফলিত করার জন্য ডিজাইনটি কীভাবে এই উপকরণগুলিকে রুক্ষ টেক্সচারযুক্ত ব্যাক প্যানেলে প্রদর্শন করেছে।

তবে ডিজাইন ছাড়া, ওয়ানপ্লাস ১১ জুপিটার রক এডিশন-এ স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ১১ মডেলের মতো একই অভ্যন্তরীণ বৈশিষ্ট্য রয়েছে। এটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করে। ডিভাইসটি কোয়ালকমের সাম্প্রতিকতম এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১১ জুপিটার রক এডিশনের পিছনে রেগুলার মডেলের মতোই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে এবং সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে।

উল্লেখ্য, নতুন OnePlus 11 Jupiter Rock Limited Edition-এর মূল্য এখনও প্রকাশ করেনি কোম্পানি। জানিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রে রেগুলার OnePlus 11-এর দাম প্রায় ৭১০ ডলার (আনুমানিক ৫৮,৫০০ টাকা) থেকে শুরু হয়। যদিও, ভারতের বাজারে এর প্রারম্ভিক মূল্য ৫৬,৯৯৯ টাকা। তবে আশা করা হচ্ছে যে, বিশেষ সংস্করণটি আরও ব্যয়বহুল হবে এবং এর দাম প্রায় ৮০০ মার্কিন ডলার (আনুমানিক ৬৫,৮৫০ টাকা)-এর কাছাকাছি হতে পারে।