Moto G22 ভারতে ১০ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা

Moto G22 আজ অর্থাৎ ৮ এপ্রিল, শুক্রবার ভারতে লঞ্চ হল। এই ফোনটি লঞ্চ অফারে ১০ হাজার টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য, গতমাসের ইউরোপের বাজারে পা রেখেছিল এই Motorola ডিভাইসটি। Moto G22 ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। ভারতে এই ফোনের সাথে Realme C25Y, Redmi 10, Samsung Galaxy M12 এর প্রতিদ্বন্দ্বিতা হবে।

Moto G22 ফোনের ভারতে দাম ও লভ্যতা

ভারতে মোটো জি২২ ফোনের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফোনটি আইসবার্গ ব্লু, মিন্ট গ্রীন ও কসমিক ব্ল্যাক কালারে এসেছে, যদিও শুরুতে প্রথম দুটি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। আগামী ১৩ এপ্রিল থেকে মোটো জি২২ ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

লঞ্চ অফারের কথা বললে, ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা Moto G22 এর সাথে ১,০০০ টাকা ছাড় পাবেন। এছাড়া রয়েছে নো কস্ট ইএমআই এর সুবিধা।

Moto G22 ফোনের স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, মোটোরোলা মোটো জি২২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ম্যাক্স ভিশন ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে IMG PowerVR GE8320 জিপিইউ সড় মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। মোটো জি২২ ভারতে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য Moto G22 ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার ও কোয়াড পিক্সেল টেকনোলজি সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর , ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটি পেয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G22 ফোনে উপলব্ধ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের বেশি ব্যাকআপ দেবে বলে সংস্থা দাবি করেছে। ফোনের রিটেল বক্সে মিলবে ২০ ওয়াট চার্জার। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম রান করবে। মোটোরোলার প্রতিশ্রুতি, এটি ৩ বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। ডিভাইসটিতে সাউড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান৷

Moto G22 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ১৮৫ গ্রাম।