বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৭৮০ প্রসেসরের সাথে লঞ্চ হল Mi 11 Lite

প্রত্যাশা মতই Xiaomi আজ একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে Mi 11 Ultra সহ আরও কয়েকটি ফোনের সাথে বহু চর্চিত Mi 11 Lite লঞ্চ করেছে। মি ১১ সিরিজের সবচেয়ে সস্তা ফোন হিসাবে মি ১১ লাইট বাজারে এসেছে। শুধু তাই নয়, এটি বিশ্বের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮০ প্রসেসরের ফোন। এছাড়াও Mi 11 Lite-এ পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ৪,২৫০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও এমআইইউআই ১২ কাস্টম স্কিন। আসুন 5G সাপোর্টের সাথে আসা এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নিই।

Mi 11 Lite এর দাম

মি ১১ লাইট এর দাম শুরু হয়েছে ২,২৯৯ ইউয়ান থেকে (প্রায় ২৪,৪০০ টাকা)। ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের জন্য এই মূল্য ধার্য করা হয়েছে। আবার ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে ২,৫৯৯ ইউয়ানে (প্রায় ২৮,৮০০ টাকা)। ফোনটি কালো, গোলাপী, নীল, সবুজ, হলুদ এবং সাদা রঙে এসেছে। Mi 11 Lite এর গ্লোবাল লঞ্চ নিয়ে কিছু জানা যায়নি।

Mi 11 Lite এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের মি ১১ আলট্রা ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ডিজাইন পাঞ্চ হোল, যার কাটআউটে মধ্যে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অবস্থিত। HDR+ সাপোর্ট যুক্ত এই ডিসপ্লের ওপর আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫ইন প্রসেস বেসড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮০ প্রসেসর। সাথে আছে এড্রেনো ৬৪২ জিপিইউ। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Mi 11 Lite ফোনের পিছনে আছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও বাকি দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,২৫০ এমএএইচ ব্যাটারি আছে। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

কানেক্টিভিটির ফিচারের মধ্যে মি ১১ লাইট ফোনে আছে ৫জি, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ই, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম স্কিনে চলবে। এই ফোনের ওজন ১৫৯ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন