সবচেয়ে সস্তা iPhone SE 2022 এর দামে পরিবর্তন, কারণ জানালো Apple

গতকাল (৭ সেপ্টেম্বর) প্রত্যাশা মতোই ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটের শোভা বাড়াতে হাজির হয়েছে অ্যাপল (Apple)-এর iPhone 14 সিরিজের হ্যান্ডসেটগুলি। মার্কিন সংস্থাটি ইতিমধ্যেই ভারতের বাজারে এই হ্যান্ডসেটগুলির মূল্যের বিবরণও ঘোষণা করেছে, যার রেগুলার মডেলটির দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। তবে iPhone 14 লাইনআপের প্রিমিয়াম মডেলগুলি লঞ্চ করার পর অ্যাপল নিঃশব্দে তাদের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন, iPhone SE 2022-এর দাম বাড়িয়েছে। গত মার্চ মাসে বাজারে আত্মপ্রকাশ করা এই হ্যান্ডসেটের বেস মডেলটির দাম ৬,০০০ টাকা বাড়ানো হয়েছে। iPhone SE 2022 ভারতীয় মার্কেটে ৪৩,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। লঞ্চের কয়েক মাস পরে এখন এটি ৪৯,৯০০ টাকায় কিনতে হবে। অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই দাম বৃদ্ধির পিছনে কোনও কারণ প্রকাশ করেনি, তবে অনেকে এটির জন্য মার্কিন ডলার এবং ভারতীয় মুদ্রার মূল্যের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানকে দায়ী করছেন। আবার উপাদান এবং লজিস্টিকসের দাম বৃদ্ধিও মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

ভারতে iPhone SE 2022-এর দাম বাড়লো

অ্যাপল আইফোন এসই ২০২২-এর তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টেরই দাম বাড়িয়েছে। ভারতে লঞ্চের সময় এর বেস ৬৪ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ছিল ৪৩,৯০০ টাকা, তবে এখন এটির দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৯০০ টাকা। আবার এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৮,৯০০ টাকা থেকে বেড়ে ৫৪,৯০০ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৮,৯০০ টাকা থেকে বেড়ে ৬৪,৯০০ টাকা হয়েছে। আইফোন এসই ২০২২ মিডনাইট, স্টারলাইট এবং প্রোডাক্ট [রেড] কালার অপশনে বাজারে উপলব্ধ রয়েছে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, iPhone SE 2022 ৪.৭ ইঞ্চির রেটিনা ডিসপ্লের সাথে এসেছে। এই ডিসপ্লের চারপাশে পুরু বেজেল দেখা যায়। ফোনটির নীচের অংশে টাচ আইডির জন্য হোম বাটন রয়েছে। ডিভাইসটি অ্যাপল এ১৫ বায়োনিক চিপসেট দ্বারা চালিত, যা একটি ৫ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত। এই প্রসেসরটি iPhone 13 সিরিজের হ্যান্ডসেটগুলিতেও ব্যবহৃত হয়েছে।

ফটোগ্রাফির জন্য, iPhone SE 2022-এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত হয়েছে। আর ফোনের সামনে একটি ৭ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও বর্তমান। SE 2022 ফটোগ্রাফিক স্টাইল, ডিপ ফিউশন, এইচডিআর৪-এর মতো ক্যামেরা ফিচারগুলি অফার করে৷ হ্যান্ডসেটটি বর্তমানে আইওএস ১৫ অপারেটিং সিস্টেমে রান করে, তবে জানা গেছে আগামী ১২ সেপ্টেম্বর এটি নতুন আইওএস ১৬ ভার্সনের আপডেট পাবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এই সাশ্রয়ী মূল্যের আইফোন মডেলে ২০১৮ এমএএইচ ব্যবহার করা হয়েছে। সবশেষে, Apple iPhone SE 2022 জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং সহ এসেছে।