750 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে BHIM UPI অ্যাপ, দেখে নিন কিভাবে পাবেন

BHIM অ্যাপ থেকে Rupay ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে

দেশীয় ইউপিআই পেমেন্ট অ্যাপ ‘ভারত ইন্টারফেস ফর মানি’ ওরফে BHIM ব্যবহারকারীরা এখন ৭৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি বিভাগে পেমেন্ট করলে তবেই এই অফারের লাভ ওঠানো যাবে। যেমন ভ্রমণ এবং খাদ্য বিভাগ সহ যেকোনো ধরণের মার্চেন্ট ট্রানজ্যাকশন করলে নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনারা। সর্বোপরি BHIM অ্যাপ ব্যবহার করে জ্বালানি (পেট্রোল, ডিজেল অথবা সিএনজি) কেনার সময়ে পেমেন্ট করলে ফ্ল্যাট ১% ক্যাশব্যাক প্রদান করা হবে বলেও জানা গেছে। এই অফার সীমিত সময়ের জন্য অর্থাৎ আগামী ৩১শে মার্চ পর্যন্ত বৈধ থাকছে।

খাদ্য এবং ভ্রমণের জন্য পেমেন্ট করলে ১৫০ টাকার ক্যাশব্যাক অফার করবে BHIM অ্যাপ

BHIM অ্যাপের ব্যবহারকারীরা খাবার বা যানবাহনের টিকিট কেনার সময়ে ১০০ টাকা বা তার বেশি খরচ করলে ফ্ল্যাট ৩০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা – রেলওয়ে টিকিট বুকিং, সব-আরবান ট্রান্সপোর্ট, ট্যাক্সি, ক্যাব এবং বাসের টিকিট বুক করলে এই অফারের লাভ ওঠাতে পারবেন। একইভাবে যেসকল রেস্তোরাঁয় মার্চেন্ট ইউপিআই কিউআর (UPI QR) কোড ব্যবহার করে পেমেন্ট করা সম্ভব সেখানেও অফারটি প্রযোজ্য।

জানিয়ে রাখি, আপনারা এই অফারের অধীনে সর্বোচ্চ ১৫০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন। যার অর্থ, মাসে সর্বোচ্চ পাঁচ বার এই অফার রিডিম করা যাবে। যারপর প্রাপ্ত পরিমাণ ক্যাশব্যাক সরাসরি BHIM অ্যাপের সাথে লিঙ্ক করা প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। তবে একটা কথা আগেই বলে দিই, যে ব্যবহারকারীদের মোবাইলে BHIM অ্যাপের ৩.৭ বা তার উচ্চতর সংস্করণ ইনস্টল আছে তারাই শুধুমাত্র ক্যাশব্যাকের লাভ ওঠাতে পারবেন।

BHIM অ্যাপ থেকে Rupay ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে

BHIM অ্যাপে আগামী ৩১শে মার্চ পর্যন্ত রুপে (RuPay) ক্রেডিট কার্ড ব্যবহার করে যেকোনো ধরনের মার্চেন্ট ইউপিআই পেমেন্ট করার ক্ষেত্রে ৬০০ টাকার ক্যাশব্যাক অফার করা হচ্ছে। এই অফারের লাভ ওঠানোর জন্য আপনাদের BHIM অ্যাকাউন্টার সাথে অবশ্যই একটি রুপে ক্রেডিট কার্ড লিঙ্কড থাকতে হবে।

এই অফারের অধীনে ফেব্রুয়ারি মাসে প্রথম তিন বার ১০০ টাকা বা তার বেশি ট্রানজ্যাকশন করা হলে প্রতিবার ফ্লাট ১০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এই একই মাসে সর্বোচ্চ পাঁচ বার নূন্যতম ২০০ টাকা বা তার বেশি লেনদেন করা হলে প্রত্যেকবার ৩০ টাকা ক্যাশব্যাক প্রদান করা হবে। আবার মার্চ মাসে এই অফার বৈধ থাকা পর্যন্ত যারা পাঁচ বার ২০০ টাকার লেনদেন করবেন তাদের প্রত্যেক ট্রানজ্যাকশনের জন্য ৩০ টাকা দেওয়া হবে। এই প্রত্যেকটি অফারের লাভ ওঠাতে পারলে আপনারা ৩১শে মার্চ পর্যন্ত ৬০০ টাকার ক্যাশব্যাক নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারবেন৷

BHIM অ্যাপ ব্যবহার করে জ্বালানি বা ইউটিলিটি বিল পেমেন্ট করলে মিলবে ফ্লাট ১% ক্যাশব্যাক

পেট্রোল, ডিজেল এবং সিএনজি (CNG) গ্যাসের মতো জ্বালানি কেনার সময় BHIM অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে ফ্ল্যাট ১% ক্যাশব্যাক মিলবে। এই অফারটির নাম উর্জা ১% স্কিম দেওয়া হয়েছে।

ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রেও ১% ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে। ফলে আপনারা – বিদ্যুৎ বিল, জলের বিল এবং গ্যাস সিলিন্ডার বিল ইত্যাদি BHIM অ্যাপ থেকে পেমেন্ট করলে ১% ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে আগেই বলে দিই, ট্রানজ্যাকশনের পরিমাণ ন্যূনতম ১০০ টাকা হতেই হবে।

আবারো মনে করিয়ে দিই, উপরে আলোচিত প্রত্যেকটি অফারই ৩১শে মার্চ ২০২৪ পর্যন্ত বৈধ থাকবে।