Tata চেষ্টা করেও প্রথম তিনে ঢুকতে পারল না, বাজারে এসেই দাপট Maruti-র নতুন গাড়ির

ভারতে এসইউভি (SUV) গাড়ির চাহিদা বৃদ্ধির সাথে সাথে বাজারের দখল ধীরে ধীরে টাটা মোটরস (Tata Motors)-এর থেকে ছিনিয়ে নিচ্ছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। একের পর এক মডেলে আপডেট দিয়ে কিস্তিমাত করছে তারা। পাশাপাশি নতুন গাড়িও লঞ্চ করে চলেছে মারুতি। দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখা Tata Nexon-কে সরিয়ে বর্তমানে সেই জায়গা দখল করেছে Brezza। গত মাসে এটি বিক্রি হয়েছে ১৬,৫৪৩ ইউনিট। আবার সংস্থার সম্প্রতি লঞ্চ করা Fronx-ও Nexon-কে ঠেলে এগিয়ে এসেছে। এখানে জানিয়ে রাখি, নিজের হারানো জমি পুনরুদ্ধার করতে হাত গুটিয়ে বসে নেই টাটা মোটরস। তারা Nexon-এর facelift ভার্সন লঞ্চের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

জুলাইয়ে Maruti Suzuki Fronx-এর বিক্রি

লঞ্চ হয়েই ভারতের গাড়ি শিল্পকে নিজের চাহিদা দিয়ে তাক লাগিয়েছে Maruti Suzuki Fronx। জুলাই মাসে এসইউভিটির ১৩,২২০ ইউনিট বিক্রি হয়েছে। যা এদেশে বিক্রিত একাধিক নামজাদা মডেলের চাইতে বেশি। বলার অপেক্ষা রাখে না, এই জাতীয় মডেল লঞ্চের মাধ্যমে মারুতি সুজুকি ভারতীয় ক্রেতাদের পছন্দ বুঝে নিতে চাইছে। এবং চাহিদা পূরণের ক্ষেত্রে নিজেদের সক্ষমতার সীমা দেখে নিচ্ছে তারা।

Maruti Fronx-এর প্রতিদ্বন্দ্বী

Fronx-এর মূল প্রতিদ্বন্দ্বী Tata Nexon গত মাসে ১২,৩৪৯ নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। ফলে সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির তালিকার চতুর্থ স্থানে নেমে এসেছে এটি। পঞ্চম স্থান দখল করেছে টাটার অপর জনপ্রিয় মাইক্রো এসইউভি, Punch। ১২,০১৯ ইউনিট বিক্রি হয়েছে। Brezza-র পর বেস্ট সেলিং এসইউভির দ্বিতীয় স্থানে উঠে এসেছে Hyundai Creta (১৪,০৬২ ইউনিট)।

ষষ্ঠ স্থান দখল করেছে Hyundai Venue। এটি মোট ১০,০৬২ ইউনিট বিক্রি হয়েছে। Kia Seltos ৯,৭৪০ ইউনিট বেচাকেনার মাধ্যমে সাত নম্বরে জায়গা পেয়েছে। পরবর্তী স্থানে উঠে এসেছে Maruti Suzuki Grand Vitara (৯,০৭৯ ইউনিট)। হুন্ডাইয়ের সদ্য লঞ্চ হওয়া Exter গাড়িটি ৭,০০০ ইউনিট বিক্রির ফলে আট নম্বরে জায়গা পেয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Mahindra XUV700 ও Thar। এদের বেচাকেনার পরিমাণ ছিল যথাক্রমে ৬,১৭৬ ইউনিট ও ৫,২৬৫ ইউনিট।