Oppo A78 4G বড় ব্যাটারি ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা মোড সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

Oppo A78 4G হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে প্যানেল এবং একাধিক ক্যামেরা মোড সমর্থিত ডুয়েল ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে

আজ অর্থাৎ ১১ই জুলাই Oppo ইন্দোনেশিয়ার বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন মডেল Oppo A78 4G লঞ্চ করল। উল্লেখ্য, খুব শীঘ্রই ভারত সহ অন্যান্য দেশীয় বাজারেও এটি পা রাখবে। বিশেষত্বের কথা বললে, Oppo A78 4G হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে প্যানেল এবং একাধিক ক্যামেরা মোড সমর্থিত ডুয়েল ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এছাড়া এতে – অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং ৮ জিবি ভার্চুয়াল র‍্যামের অ্যাক্সেসও পাওয়া যাবে।

Oppo A78 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওপ্পো এ৭৮ ৪জি স্মার্টফোনে ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিসপ্লের ডিজাইন হোল-পাঞ্চ (উপরি বাম কোণে বিদ্যমান) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থান করছে। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ লক্ষ্য করা যাবে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। জানিয়ে রাখি, এই রিয়ার ক্যামেরায় ওপ্পোর ১০৮মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ইমেজ মোড, ডুয়াল-ভিউ ভিডিও মোড এবং বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট মোড সাপোর্ট করে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, নবাগত Oppo A78 4G স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ উপলব্ধ। যদিও ফোনটি অতিরিক্তভাবে আরো ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম অফার করে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সংস্থার নিজস্ব কাস্টম স্কিন কালারওএস ১৩.১ (ColorOS 13.1) প্রি-লোডেড থাকছে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই লেটেস্ট স্মার্টফোনে নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ডিভাইসটি ডুয়াল স্পিকার সিস্টেম, আল্ট্রা-ভলিউম মোড এবং NFC সংযোগ অফার করে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A78 4G স্মার্টফোনে ৬৭ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের মধ্যে ফোনকে ৭৬% পর্যন্ত চার্জ করার ক্ষমতা রাখে।

Oppo A78 4G স্মার্টফোনের দাম

ওপ্পো এ৭৮ ৪জি স্মার্টফোনকে ইন্দোনেশিয়ার বাজারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৩,৫৯৯,০০০ IDR / ইন্দোনেশিয়ান রুপিহা (ভারতীয় মূল্যে প্রায় ১৯,৫০০ টাকা)। এটি দুটি কালার অপশনে উপলব্ধ, যথা – সি গ্রিন এবং ব্ল্যাক মিস্ট।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার ক্রেতারা যদি সংস্থা অফিসিয়াল অনলাইন স্টোর থেকে এই ফোনকে খরিদ করেন তবে একটি এনকো বাডস ২ (Enco Buds2) ইয়ারবাড সম্পূর্ণ নিখরচায় পেয়ে যাবেন।