বদলে যাবে আপনার হাতের iPhone, সবচেয়ে বড় পরিবর্তন আনছে Apple

Apple আগামী কয়েক মাসের মধ্যে সিরি থেকে 'হেই সিরি' বৈশিষ্ট্য বন্ধ করে দিতে চলেছে

বড় ধরনের পরিবর্তন আসছে iPhone-এ। আসলে আইফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চালু করার জন্য বলা ‘হেই সিরি’ বৈশিষ্ট্য বন্ধ করতে চলেছে Apple। আসন্ন আইওএস ১৭ (iOS 17) অপারেটিং সিস্টেমে এই পরিবর্তন আনা হচ্ছে। ফলে এই ওএস ইনস্টলের পর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করতে ব্যবহারকারীদের শুধু সিরিতে কথা বলতে হবে।

জানিয়ে রাখি, Apple এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দীর্ঘদিন ধরে iPad, Mac সহ অন্যান্য অ্যাপল ডিভাইসে উপস্থিত। দিনের পর দিন এই ফিচারে নানা পরিবর্তন আনা হয়েছে। এখন আবার ব্লুমবার্গ তাদের রিপোর্টে দাবি করেছে, Apple আগামী কয়েক মাসের মধ্যে সিরি থেকে ‘হেই সিরি’ বৈশিষ্ট্য বন্ধ করে দিতে চলেছে।

রিপোর্টে বলা হয়েছে, অ্যাপল তাদের কর্মীদের মাধ্যমে ইতিমধ্যেই সিরি চালু করার নতুন শব্দ পরীক্ষা করছে। আপনার মনে হতেই পারে যে, হেই সিরি থেকে অন‌্য‌ শব্দে পরিবর্তন করা খুব একটা শক্ত নয়, তবে এর জন্য শক্তিশালী প্রকৌশল এবং এআই প্রশিক্ষণ প্রয়োজন। আসলে শব্দ পরিবর্তন করে সিরিকে অ্যামাজন অ্যালেক্সার স্তরে নিয়ে আসতে চাইছে অ্যাপল। 

WWDC ইভেন্টে লঞ্চ করা হবে iOS 17

অ্যাপল তাদের চলতি মাসে অনুষ্ঠিত হতে চলা বার্ষিক ডেভেলপার কনফারেন্স, ডব্লিউডব্লিউডিসিতে নতুন ওএস আইওএস ১৭ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। নতুন অপারেটিং সিস্টেমে দেখা যাবে নতুন জার্নালিং অ্যাপ, হেলথ অ্যাপে মুড ট্র্যাকার এবং নতুন কন্ট্রোল সেন্টার। এছাড়া এতে ডায়নামিক আইল্যান্ডের জন্য আরও ফাংশন যোগ করা হবে।