Infinix InBook X2 দশম জেনারেশন Intel i7 প্রসেসর ও 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল

চুপিসারে এশিয়ার মার্কেটে আত্মপ্রকাশ করল Infinix INBook X2। ল্যাপটপটি গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া INBook X1 এর উত্তরসূরী। তিনটি প্রসেসর ভ্যারিয়েন্টে আসা এই ল্যাপটপে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এছাড়া ল্যাপটপটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৫০ ওয়াটআওয়ার ব্যাটারি। চলুন Infinix INBook X2 ল্যাপটপের দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix INBook X2 ল্যাপটপের দাম ও লভ্যতা

সাউথ এশিয়ান মার্কেটে ইনফিনিক্স ইনবুক এক্স২ ল্যাপটপের কোর ইন্টেল আই৩, কোর৫ এবং দশম জেনারেশন কোর ৭ প্রসেসর ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৩৯৯ ডলার (প্রায় ২৯,৬০০ টাকা), ৫৪৯ ডলার (প্রায় ৪০,৮০০ টাকা) এবং ৬৪৯ ডলার (প্রায় ৪৮,২০০ টাকা)। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ইজিপ্টের বাজারে আগামী ২২ জানুয়ারি থেকে ল্যাপটপটি কিনতে পাওয়া যাবে। রেড, ব্লু , গ্রে এবং গ্রিন এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নোটবুকটি।

Infinix INBook X2 ল্যাপটপের স্পেসিফিকেশন

ইনফিনিক্স ইনবুক এক্স২ ল্যাপটপটি স্লিম ডিজাইনের সাথে এসেছে। এতে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি আইপিএস প্যানেল সহ ফুল এইচডি রেজুলিউশনের ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ এবং এটি ৩০০ উজ্জলতা দিতে সক্ষম। সাথে ১০০% এসআরজিবি কালার গ্যামুট সাপোর্ট করবে। নোটবুকটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করবে।

এবার আসা যাক Infinix INBook X2 এর প্রসেসরের প্রসঙ্গে। এটি তিন ধরনের প্রসেসর ভ্যারিয়েন্টে এসেছে। এগুলি হল ইন্টেল কোর আই৩-১০০৫জি১, আই৫-১০৩৫জি১, আই৭- ১০৬৫জি৭। এর সাথে রয়েছে ৮ জিবি /১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/ ৫১২জিবি এসএসডি স্টোরেজ। এছাড়া কুলিং সিস্টেম হিসেবে এতে ব্যবহৃত হয়েছে আইস স্টোরম ১.০।

অন্যদিকে, নোটবুকটিতে ফুলসাইজ ব্যাকলিট কিবোর্ড এবং টাচপ্যাড উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার সহ ৫০ ওয়াটআওয়ার ব্যাটারি। সংস্থার দাবি, এটি ১১ ঘণ্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং এবং ৯ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম।

ফটোগ্রাফি ও ভিডিও কলিংয়ের জন্য Infinix INBook X2 ল্যাপটপে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট ইউনিট সহ এইচডি ওয়েবক্যাম। এর অডিও সিস্টেমে শামিল আছে ডিটিএস অডিও সাপোর্ট সহ একজোড়া স্পিকার এবং ৩.৫ এমএম অডিও জ্যাক। কানেক্টিভিটির জন্য ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, দুটি ইউএসবি সি পোর্ট, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি এইচডিএমআই ১.৪ পোর্ট এবং একটি এসডি কার্ড স্লট।