স্পোর্টস বাইক অতীত, এবার স্কুটার লঞ্চ করতে চলেছে KTM, থাকবে টাচস্ক্রিন ও এলইডি লাইট

বৈদ্যুতিক টু-হুইলারের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মুহূর্তে পিছিয়ে থাকতে নারাজ প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা কেটিএম (KTM)। ইউরোপের রাস্তায় তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার টেস্টিংয়ের সময় ধরা দিয়েছে। ছবি দেখে বলা যায়, স্কুটারটি উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর কিছু অংশ থ্রিডি প্রিন্টার দ্বারা নির্মিত হয়েছে। প্রোটোটাইপ মডেলটির অল্প কিছু জায়গা ক্যামোফ্লেজ দ্বারা আবৃত থাকায় ডিজাইনের কারুকার্য বেশ স্পষ্টভাবেই নজরে পড়েছে।

KTM আনছে ইলেকট্রিক স্কুটার

কেটিএমের প্রথম ইলেকট্রিক স্কুটারে ডিজাইনের নিরিখে সংস্থার নিজস্ব বৈশিষ্ট্য নজরে পড়ে। বাজারে উপলব্ধ বেশিরভাগ ই-স্কুটারের মতো ফ্লোরবোর্ডের নিচে ব্যাটারি প্যাক উপস্থিত। লো সেন্টার অফ গ্রাভিটির কারণে হ্যান্ডলিং আরও সহজতর হবে। অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত সুইংআর্মের সাথে একটি অ্যালুমিনিয়াম প্লেট সংযুক্ত। যা সম্ভবত ইলেকট্রিক মোটরকে ঠান্ডা রাখার জন্য দেওয়া হয়েছে।

কেটিএম-এর ইলেকট্রিক স্কুটারে চোখে পড়া অন্যান্য ফিচারগুলি হল ফ্ল্যাট সিঙ্গেল সিট, উভয় চাকায় ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল, বৃহৎ উইন্ডস্ক্রিন, এলইডি লাইট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, এতে একটি ৮ কিলোওয়াট ইলেকট্রিক মোটর দেওয়া হতে পারে, যেটি বাজাজ এবং কেটিএম যৌথভাবে তৈরি করেছে।

প্রসঙ্গত, বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের একই প্ল্যাটফর্মেফ উপর ভিত্তি করে কেটিএম মডেলটি আনতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। তবে এর মোটরটি হবে তুলনায় ছোট। সম্প্রতি বাজাজ এবং কেটিএম যৌথভাবে ইলেকট্রিক ভেহিকেল প্ল্যাটফর্মের উন্নয়নে হাত লাগিয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছর মিলান মোটরসাইকেল শো বা EICMA-তে কেটিএম তাদের এই স্কুটারটি প্রদর্শন করতে পারে। ২০২৫-এ লঞ্চ করা হতে পারে এটি। এটি বাজাজের কারখানায় তৈরি হতে পারে।