লঞ্চের দুমাসের মধ্যে ছাড়ে মিলছে Xiaomi 13 Pro ফ্ল্যাগশিপ ফোন, কিনলে 10000 টাকা সাশ্রয় হবে

গত ফেব্রুয়ারিতে ভারতের বাজারে নিজের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 13 Pro লঞ্চ করে বেশ সাড়া ফেলেছে Xiaomi। সংস্থার এই ফোনটি, এর ৫০ মেগাপিক্সেল Sony IMX989 সেন্সর বিশিষ্ট চিত্তাকর্ষক ক্যামেরার জন্য ইতিমধ্যে বিশেষজ্ঞদের কাছ থেকে খুব ভাল রিভিউ পেয়েছে। তাছাড়াও Xiaomi 13 Pro-তে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এবং Android 13 ওএসের মত আকর্ষণীয় বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আপনি যদি ভালো ফিচার বা পারফরম্যান্সের জন্য বিগত কয়েক সপ্তাহ ধরে এই স্মার্টফোনটি কেনার কথা ভাবেন, তাহলে এখন আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর। আসলে জনপ্রিয় টেক ব্র্যান্ডটি সম্প্রতি তার ‘Xiaomi Fan Festival’ সেলের দরুন Xiaomi 13 Pro মডেলে বেশ খানিকটা ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে এতে ১০,০০০ টাকারও বেশি সাশ্রয় করা যাবে। আসুন, এখন Xiaomi 13 Pro-তে উপলব্ধ অফার এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই।

Xiaomi 13 Pro-র বর্তমান মূল্য, অফার

শাওমি ১৩ প্রো ফোনের ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির এমআরপি (MRP) ৮৯,৯৯৯ টাকা, তবে ভারতে এটি ৭৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। আবার বর্তমানে শাওমি ফ্যান ফেস্টিভ্যালে এই ফোনের ওপর ইনস্ট্যান্ট ৮,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে, কিন্তু এর জন্য আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড মারফত প্রিপেইড পেমেন্ট বা ইএমআই ট্রানজাকশন করতে হবে। শুধু তাই নয়, আপনি যদি ফোন কেনার সময় পুরোনো কোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন তাহলে ১০,০০০ টাকা পর্যন্ত (Redmi ফোনগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং অন্যান্য ব্র্যান্ডের মডেলে ৮,০০০ টাকা পর্যন্ত) ছাড় পেতে পারেন। অর্থাৎ সমস্ত অফার মিলিয়ে আপনি ৬৯,৯৯৯ টাকা বা তারও কমে এই শাওমি ফোনটি কিনতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি একসাথে পুরো দাম ব্যয় করতে সক্ষম না হন, তাহলে ইএমআই অপশনও ব্যবহার করতে পারেন।

Xiaomi 13 Pro-র স্পেসিফিকেশন

শাওমি ১৩ প্রো মডেলে ৬.৭৮ ইঞ্চি ২কে (2K) ফ্লেক্সিবল ই৬ (E6) অ্যামোলেড এলটিপিও (LTPO) ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৯০০ নিট। এদিকে পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টযুক্ত ৪,৮২০ এমএএইচ ব্যাটারি অফার করবে। অন্যান্য ফিচার হিসেবে এতে মিলবে ৫জি (5G) কানেক্টিভিটি, ব্লুটুথ ৫.৩, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হাই-রেস অডিও, স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমোসের মত বিকল্প।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে শাওমি ১৩ প্রো-তে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯৮৯ সেন্সর (অ্যাপারচার এফ/১.৯), ৩এক্স অপটিক্যাল জুমসহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান, যা লেইকা (Leica) কোম্পানির সাহায্যের নির্মিত হয়েছে। এছাড়াও এতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।