চশমা দিয়ে ফোন করা বা ছবি তোলা যাবে, তাক লাগানো ফিচার সহ লঞ্চ হল Oppo Air Glass 2

গত বছরের মতো আজ অর্থাৎ ১৪ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে টেক ব্র্যান্ড Oppo -র বার্ষিকী টেক ইভেন্ট Oppo Inno Day 2022। ‘এম্পাওয়ারিং এ বেটার ফিউচার’ শিরোনামের সাথে আসা এই ইভেন্টে – ‘স্মার্ট এন্টারটেইনমেন্ট’, ‘স্মার্ট প্রোডাক্টিভিটি’, ‘স্মার্ট হেলথ’ এবং ‘স্মার্ট লার্নিং’ – এই চারটি বিষয়ের সমন্বয়ে তৈরী ‘ফোর স্মার্ট ইনিশিয়েটিভ’ ভাবনার অংশ হিসেবে কয়েকটি নতুন প্রযুক্তি উন্মোচন করেছে Oppo। এক্ষেত্রে সদ্য ঘোষিত প্রযুক্তি তথা প্রোডাক্টগুলির মধ্যে একটি হল Oppo Air Glass 2 স্মার্ট চশমা। এই বিশেষ পরিধানযোগ্য গ্লাসটি ওজনে অতিশয় হালকা এবং ভয়েস কল রিসিভ/ডায়াল করার থেকে শুরু করে রিয়েল-টাইম ট্রান্সলেশন সহ একাধিক কার্যকরী সুবিধাও অফার করে। আর এটিকে গত বছর আগত Oppo Air Glass স্মার্টগ্লাসের দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিয়ে আসা হয়েছে।

Oppo Inno Day 2022 ভার্চুয়াল ইভেন্টে উন্মোচন করা হল Oppo Air Glass 2

আজ ওপ্পো ইনো ডেজ ২০২২ বার্ষিক টেক ইভেন্ট চলাকালীন ওপ্পো এয়ার গ্লাস ২ -কে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। নবাগত এই স্মার্ট গ্লাস হল একটি টেকসই ‘অগমেন্টেড রিয়েলিটি’ (AR) প্রোডাক্ট, যা ওজনে খুবই হালকা অর্থাৎ ৩৮ গ্রামের। এই বিশেষ চশমাটি ইমেজ কারেকশন এবং একাধিক পার্সোনালাইজেশন ফিচার সমর্থন করে। যদিও ওপ্পো এয়ার গ্লাস ২ -এর বাহ্যিক ডিজাইন খুবই সাধারণ রাখা হয়েছে, যার দরুন এটিকে আর পাঁচটা সাধারণ চশমার মতোই দেখতে লাগে। কিন্তু প্রকৃতপক্ষে, এয়ার গ্লাস ২ ব্যবহারকারীদের ভয়েস কল এবং রিয়েল-টাইম ট্রান্সলেশন ফিচার ব্যবহার করতে দেয়। আবার অবস্থান-ভিত্তিক নেভিগেশন পরিষেবা ব্যবহারের সুবিধাও এতে পাওয়া যাবে। সর্বোপরি, এই স্মার্ট গ্লাসটি ভয়েসকে পাঠ্য বা টেক্সটে রূপান্তর করতে সক্ষম। ফলে এই ফিচারের সাহায্যে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা মৌখিক কথাবার্তাকে চশমার লেন্সে লিখিত রূপে দেখতে পারবেন।

প্রসঙ্গত, এয়ার গ্লাস ২ স্মার্টগ্লাসকে গত বছরে ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত ‘Oppo Inno Day ২০২১’ বার্ষিক ইভেন্টের প্রথম দিনে ঘোষিত Oppo Air Glass -এর উত্তরসূরি হিসাবে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে প্রথম প্রজন্মের ওপ্পো এয়ার গ্লাস একটি মনোকুলার স্প্লিট সলিউশন সহ এসেছিল। আর এতে একটি কাস্টমাইজযোগ্য ফ্রেম ছিল, যেটিকে বিভিন্ন অপটিক্যাল লেন্সে লাগিয়ে সহজেই সামঞ্জস্য করা যেতে পারে। এই স্মার্ট গ্লাসের ওজন ৩০ গ্রামের কম এবং লেন্সের পুরুত্ব মাত্র ১.৩ মিমি।

অন্যান্য স্পেসিফিকেশনের কথা ব্লকে, এই পোর্টেবল এয়ারগ্লাসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়ার ৪১০০ প্ল্যাটফর্ম ব্যবহার করা রয়েছে। সিঙ্গল গ্লাস ডিজাইনবিশিষ্ট এই স্মার্ট চশমায় একটি মাইক্রো-LED ও একটি স্পার্ক মাইক্রো প্রজেক্টর বিদ্যমান রয়েছে, যা স্ক্র্যাচ-প্রতিরোধী স্যাফায়ার ক্রিস্টালটির দুটি স্তরে তথ্য পাঠাতে সক্ষম হবে। প্রজেক্টরটি আবার একটি পাঁচ-লেন্সের প্রোজেকশন সিস্টেম দ্বারা নির্মিত। অন্যদিকে, স্যাফায়ার ক্রিস্টালটিতে একটি বিচ্ছুরণকারী অপটিক্যাল ওয়েভগাইড ব্যবহার করা হয়েছে, যা ১,৪০০ নিট ব্রাইটনেস সহ ২৫৬-লেভেল গ্রে স্কেল ডিসপ্লে এরিয়া অফার করে।

নয়া এই ওপ্পো এয়ার গ্লাসে – টাচ, ভয়েস এবং মাথার অঙ্গভঙ্গি ব্যবহার করে নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি, এই স্মার্ট গ্লাসের টাচ বারে ট্যাপ করে সম্পূর্ণ নোটিফিকেশন প্যানেলও দেখা যাবে। তবে রিয়েল-টাইম নোটিফিকেশন অ্যালার্ট ছাড়াও, ওয়েদার রিমাইন্ডার, শিডিউল রিমাইন্ডার, স্পিচ এনক্রিপশন এবং ওয়াকিং-সাইকেলিং নেভিগেশনের মতো ফিচারও সাপোর্ট করে। সর্বোপরি এর রিয়েল-টাইম ট্রান্সলেশন ফিচার, ভয়েসকে টেক্সটে রূপান্তর করে ইউজার দ্বারা নির্বাচিত ভাষায় অনুবাদ করতে সক্ষম। এই বিশেষ পরিধানযোগ্য গ্লাসটি পোর্টেবল চার্জিং বেস সহ এসেছে এবং এতে থাকা ব্যাটারি একক চার্জে ১০.৫ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।