Moto G54 5G: দরকারের সময় চার্জ থাকে না বলে চিন্তা? সমাধান বার করল মোটোরোলা

মোটোরোলা (Motorola) বর্তমানে Moto G54 এবং Moto G84 সহ G-সিরিজের কয়েকটি নতুন মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এর মধ্যে Motorola Moto G54 5G-কে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস হওয়ার পর, এখন হ্যান্ডসেটটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সাইটে উপস্থিত হয়েছে। যা ডিভাইসটির লঞ্চে নিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

Moto G54-কে দেখা গেল FCC সার্টিফিকেশন সাইটে

XT-2343-1 মডেল নম্বর এবং Cancun 5G কোডনেম সহ মোটো জি৫৪ ৫জি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)- এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এতে MC-202L মডেল নম্বরের ২০ ওয়াট টার্বোপাওয়ার ওয়াল চার্জিং অ্যাডাপ্টার এবং ৫,৬৪০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বিশাল ব্যাটারি উপস্থিত থাকবে। ফলে বারবার ফোন চার্জে দেওয়ার প্রয়োজন হবে না।

এছাড়াও, ৫জি সাপোর্ট যুক্ত ফোনটি নিয়ার-ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট সহ এফসিসি-তে উপস্থিত হয়েছে। এতে এন২, এন৫, এন৭, এন২৬, এন৬৬, এবং এন৭৮ ৫জি ব্যান্ডের সমর্থন থাকবে। মোটো জি৫৪ ৫জি-তে মাইক্রো এসডি কার্ডের জন্য একটি স্লট থাকবে বলে মনে করা হচ্ছে।

Moto G54 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

সাম্প্রতিক রিপোর্টগুলি মোটো জি৫৪ ৫জি-তে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানিয়েছে৷ স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের কোয়াড-পিক্সেল ক্যামেরা এবং সামনের দিকে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

মোটো জি৫৪ ৫জি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজে পাওয়া যেতে পারে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া, Moto G54 5G অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করতে পারে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি অ্যাটমোস এবং মোটো স্প্যাশিয়াল সাউন্ড থাকার সম্ভাবনাও রয়েছে।

আরেকটি সূত্র থেকে জানা গেছে যে, Moto G54 5G-তে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসের পাওয়ার বাটন এবং ভলিউম রকার ডানদিকে এবং সিম স্লট বাম প্রান্তে অবস্থান করবে। Moto G54 5G অ্যামব্রোসিয়া, ব্যালাড ব্লু, করোনেট ব্লু এবং আউটার স্পেস – এই চারটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। তবে, লঞ্চের তারিখ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, Moto G54 5G-এর সঙ্গে সম্প্রতি Moto G84 5G ফোনটিও এফসিসি-এর অনুমোদন লাভ করেছে। ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি (QB50)-এর পাশাপাশি MC331 মডেল নম্বর যুক্ত চার্জিং অ্যাডাপ্টার থাকবে, যা ৩৩ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং অফার করবে।