Lenovo Tab P11 Pro (2nd Gen), Tab P11 (2nd Gen) বিশাল বড় ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জানুন

আজ অর্থাৎ ১লা সেপ্টেম্বর প্রখ্যাত টেক ব্র্যান্ড Lenovo দু-দুটি নয়া ট্যাবলেট ডিভাইসের ঘোষণা করলো। নবাগত ডিভাইস দুটি – Lenovo Tab P11 Pro (2nd Gen) এবং Tab P11 (2nd Gen) নামে বাজারে এসেছে। যার মধ্যে প্রথমটি অর্থাৎ ‘প্রো’ মডেল ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ২.৫কে রেজোলিউশনের OLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক কোম্পানিও ১৩০০টি চিপসেট, অ্যান্ড্রয়েড ১২ এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এতে একটি ৮,২০০ এমএএইচ ব্যাটারি আছে, যা একক চার্জে ১৪ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করে। অন্যদিকে, Tab P11 (2nd Gen) ট্যাবে – তুলনায় বড় আকারের ২কে রেজোলিউশনের LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৯৯ এসওসি, অ্যান্ড্রয়েড ১২এল এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আর উক্ত মডেলে থাকা ৭,৭০০ এমএএইচ ব্যাটারি, ফুল চার্জে ১০ ঘন্টা ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদানে সক্ষম। সর্বোপরি, ২য় প্রজন্মের উভয় ট্যাবলেটেই ডুয়াল মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থিত কোয়াড অডিও সিস্টেম বিদ্যমান। প্রসঙ্গত, এগুলিকে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হতে চলা IFA 2022 ট্রেড ইভেন্টে শো-কেস করা হবে। চলুন নতুন Lenovo Tab P11 Pro (2nd Gen) এবং Tab P11 (2nd Gen) ট্যাবলেটের দাম ও ফিচার-তালিকা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Lenovo Tab P11 Pro (2nd Gen), Tab P11 (2nd Gen) দাম

লেনোভো ট্যাব পি১১ প্রো (২তম প্রজন্ম) তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে – ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই ডিভাইসটির দাম শুরু হচ্ছে ৪৯৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৪০,০০০ টাকা) থেকে। এটি ওট এবং স্টর্ম গ্রে কালার ভ্যারিয়েন্টে এসেছে।

লেনোভো ট্যাব পি১১ (২তম প্রজন্মে) ট্যাবলেটটিও তিনটি স্টোরেজ কনফিগারেশন বিকল্প অফার করে – ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এটির প্রারম্ভিক মূল্য ২৯৯ ইউরো (প্রায় ২৪,০০০ টাকা) রাখা হয়েছে। এটি সেজ এবং স্টর্ম গ্রে কালার অপশনে উপলব্ধ।

আলোচ্য ট্যাবলেট দুটির প্রাপ্যতার বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি।

Lenovo Tab P11 Pro (2nd Gen) স্পেসিফিকেশন

লেনোভো ট্যাব পি১১ প্রো ট্যাবলেটে রয়েছে একটি ১১.২-ইঞ্চির ২.৫কে (১,৫৩৬x২,৫৬০ পিক্সেল) OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, সর্বোচ্চ ৬০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে৷ পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক কম্পানিও ১৩০০টি এবং মালি জি৭৭ এমসি৯ জিপিইউ সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ পাওয়া যাবে। এতে ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ বর্তমান। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ট্যাবের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণযোগ্য।

লেনোভো আনীত আলোচ্য ট্যাবলেটে অটোফোকাস সহ একটি ১৩-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮-মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস ফ্রন্ট-ফেসিং স্ন্যাপার রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ২.৫ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ভি৫.১ ভার্সনের সমর্থন পাওয়া যাবে। অন্যান্য ফিচারের কথা বললে, এটি ডুয়েল মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থিত অপ্টিমাইজড কোয়াড জেবিএল স্পিকার সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে একটি ৮,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা একক চার্জে ১৪ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। Lenovo Tab P11 Pro (2nd Gen) -এর পরিমাপ ২৬৩.৬৬x১৬৬.৬৭x৬.৮ মিমি এবং ওজন প্রায় ৪৮০ গ্রাম।

Lenovo Tab P11 (2nd Gen) স্পেসিফিকেশন

লেনোভো ট্যাব পি১১ (২তম প্রজন্ম) ট্যাবলেটে একটি ১১.৫-ইঞ্চির ২কে (১,২০০x২,০০০ পিক্সেল) LCD ডিসপ্লে আছে, যা সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২এল অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে আলোচ্য ট্যাবে ৬ জিবি পর্যন্ত LPDDR4 র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 রম বর্তমান।

Lenovo Tab P11 (2nd Gen) ট্যাবে ফ্ল্যাশ সহ একটি ১৩-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এটি ডুয়াল মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থিত কোয়াড-স্পীকার সেটআপ সহ এসেছে৷ কানেক্টিভিটির জন্য এই ট্যাবলেটে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ভি৫.২ অন্তর্ভুক্ত৷ Lenovo Tab P11 (2nd Gen) -তে একটি ৭,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা একক চার্জে ১০ ঘন্টা ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। এর পরিমাপ ২৬৯.১x১৬৯.৪x৭.৪ মিমি এবং ওজন প্রায় ৫২০ গ্রাম।