আজই নিজের করুন Realme C15 Qualcomm Edition, পাবেন ৫০০ টাকা ছাড়

গতকাল ভারতে লঞ্চ হয়েছিল Realme C15 Qualcomm Edition। আজ এই ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টা থেকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট Realme.com ও ই-কমার্স সাইট Flipkart থেকে রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন কেনা যাবে। লঞ্চ অফার হিসাবে এই ফোনের ওপর ৫০০ টাকা ছাড়ের ঘোষণা করেছে কোম্পানি। জানিয়ে রাখি গত আগস্ট মাসে রিয়েলমি সি১৫ কে মিডিয়াটেক প্রসেসর সহ ভারতে লঞ্চ করা হয়েছিল। তবে এবার এই ফোনটিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর সহ আনলো রিয়েলমি।

Realme C15 Qualcomm Edition এর দাম ও অফার

রিয়েলমি সি১৫ এডিশন ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে – ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা ও ১০,৯৯৯ টাকা। ফোনটি পাওয়ার ব্লু ও পাওয়ার সিলভার কালারের সাথে এসেছে।

লঞ্চ অফার হিসাবে এই ফোনের দুটি ভ্যারিয়েন্টের ওপর ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। আবার ফ্লিপকার্টে অতিরিক্ত Axis Bank এর ক্রেডিট কার্ড গ্রাহকদের ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। ১,০০০ টাকা ছাড় পাবে Axis Bank এর ডেবিট কার্ড গ্রাহকরা। আবার ফোনটির নো কস্ট ইএমআই শুরু হবে ৮৭৫ টাকা থেকে।

Realme C15 Qualcomm Edition এর স্পেসিফিকেশন

প্রথমেই বলি রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশনে এর স্পেসিফিকেশন, মিডিয়াটেক প্রসেসরের সাথে লঞ্চ হওয়া এডিশনের মতই। কেবল এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর মিডিয়াটেক এডিশনে হেলিও জি৩৫ প্রসেসর ছিল। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। আবার পাওয়ারের জন্য আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি । এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। ক্যামেরা সেটআপ হল ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর + ২ মেগাপিক্সেল রেট্রো সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল সেন্সর। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ফেস আনলক আছে।