6,000mah ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে বাজারে এল Huawei Enjoy 70, দাম সাধ্যের মধ্যেই

হুয়াওয়ে মিড-রেঞ্জে Huawei Enjoy 70 নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ফ্ল্যাগশিপ Huawei P60 সিরিজের সঙ্গে ডিজাইনের মিল থাকায় দেখতে বেশ
প্রিমিয়াম এটি। Huawei Enjoy 70-এ রয়েছে Kirin 710A চিপসেট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। চলুন ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।

Huawei Enjoy 70-এর স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে এনজয় ৭০-এ টিয়ারড্রপ-নচ সহ ৬.৭৫ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে যা ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করে। উল্লেখ না থাকলেও এতে স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে বলে অনুমান। হুয়াওয়ে এনজয় ৭০ ফোনে বেশ পুরানো কিরিন ৭১০এ চিপসেট থাকায় ৫জি সাপোর্ট নেই না। ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। এটি হারমনি ওএস ৪ (Harmony OS 4) অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে এনজয় ৭০-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এনজয় ৭০-তে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে৷ নিরাপত্তার জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

এছাড়া, Huawei Enjoy 70-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, ইউএসবি-সি পোর্ট এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উল্লেখ্য, এই নয়া হ্যান্ডসেটে ফিজিক্যাল “এনজয় এক্স” বাটন রয়েছে, যা প্রায়শই ব্যবহৃত নয়টি অ্যাপের গ্রিড দেখতে ব্যবহার করা যাবে। এটি অ্যাপ চালু করতে এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য লং-প্রেস এবং ডাবল-ক্লিক সাপোর্ট করে।

Huawei Enjoy 70-এর মূল্য ও লভ্যতা

Huawei Enjoy 70 চীনে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। দাম যথাক্রমে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,১৩০ টাকা) এবং ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৪৫০ টাকা)। এটি ব্রিলিয়ান্ট ব্ল্যাক, স্নোই হোয়াইট এবং এমারেল্ড গ্রীন কালার স্কিমে বেছে নেওয়া যাবে। ফোনটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা অজানা।