Oppo ফ্যানদের জন্য সুখবর! 50MP ক্যামেরার এই ফোনের দাম 3 হাজার টাকার বেশি কমে গেল

Oppo A78 price cut: সাম্প্রতিক দিনগুলিতে ভারতের বাজারে অনেক স্মার্টফোনের দাম কমতে দেখা যাচ্ছে। বিশেষত, সেল ছাড়াই বাজেট সেগমেন্টের ফোনগুলি এদের লঞ্চ প্রাইসের থেকে পাকাপাকিভাবে কম টাকায় কেনার সুযোগ মিলছে। যেমন সম্প্রতি 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারিযুক্ত Oppo A78-র মূল্যে বেশ কিছুটা পতন হয়েছে। ফলে, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদি ছাড়াও আগ্রহীরা এটি আগের চেয়ে সাড়ে ৩ হাজার টাকা সস্তায় কিনতে সক্ষম হবেন। আসুন, এখন এক নজরে Oppo A78-র নতুন দাম এবং এর মূল ফিচারসমূহ দেখে নেওয়া যাক…

দাম কমল Oppo A78-র, কতোয় কিনবেন?

ওপ্পো এ৭৮ ফোনের ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি গত জানুয়ারিতে ১৮,৯৯৯ টাকায়। সেক্ষেত্রে এখন এই মিড-রেঞ্জার মডেলটির দাম ৩,৫০০ টাকা কমানো হয়েছে, ফলত কোনো সেল বা অফার ছাড়াই এটি ১৫,৪৯৯ টাকায় কেনা যাবে।

Oppo A78-এর স্পেসিফিকেশন

    ওপ্পো এ৭৮ স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন ৭২০×১৬১২) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, যার সাথে মিলবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমরি ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার সেটআপ অফার করবে।

    উল্লেখ্য, এই ওপ্পো ফোনটি অ্যাকোয়া গ্রিন (Aqual Green) এবং মিস্ট ব্ল্যাক (Myst Black) – দুটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ।

    (বি:দ্র: প্রতিবেদনটি লেখার সময় এই অফার উপলব্ধ ছিল, পরে এর রকম-ফের হতে পারে)